ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রেফারি ট্যালেন্ট হান্টের সমাপনী

প্রকাশিত: ১৯:৫৬, ২০ অক্টোবর ২০২০

রেফারি ট্যালেন্ট হান্টের সমাপনী

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক মানের হ্যান্ডবল রেফারি গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে জামালপুরে নবনির্মিত জামালপুর হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত চার দিনব্যাপী “রেফারি ট্যালেন্ট হান্ট’-এর কার্যক্রম মঙ্গলবার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদানের মাধ্যমে শেষ হয়েছে । চার দিনব্যাপী অনুষ্ঠিত রেফারি কোর্সে ১২ নারীসহ মোট ৩০ প্রশিক্ষণার্থী অংশ নেন। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন। জামালপুরের পর পর্যায়ক্রমে পঞ্চগড়, কুষ্টিয়া, ঢাকায় এ ট্যালেন্ট হান্ট কোর্স অনুষ্ঠিত হবে। এসব জেলা থেকে বাছাই করা রেফারিদের আন্তর্জাতিক হ্যান্ডবল রেফারি কোর্সে অংশগ্রহণের জন্য প্রস্তুত করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
×