ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও ছাত্রলীগ কর্মী নিহত

প্রকাশিত: ০০:৩১, ১৬ অক্টোবর ২০২০

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় শিশু ও ছাত্রলীগ কর্মী নিহত

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৫ অক্টোবর ॥ সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। এর মধ্যে বোয়ালমারীতে বাসের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বোয়ালমারী সদর ইউনিয়নের সৈয়দপুর মুসলিম মিশনের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বাসটিকে আটক করেছে। শিশুটির নাম ফাতেমা খানম (৬)। সে স্থানীয় ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। ফাতেমা সৈয়দপুর গ্রামের কামাল হোসেন ও ত্রিপল্লী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ইয়াসমিন বেগমের সন্তান। ওই সময় মাঝকান্দি থেকে আলফাডাঙ্গা যাওয়ার উদ্দেশে ছেড়ে আসা বাস চাপা দিলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া সড়ক দুঘর্টনায় শামীম শেখ (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই তরুণ বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের ঠাকুরপুর গ্রামের তোতা শেখের ছেলে। শামীম শেখ উপজেলার ছাত্রলীগের একজন কর্মী। একই মোটারসাইকেলে শামীমের অপর আরোহী ছিলেন একই গ্রামের আশিক (১৯)। সে আহত হয়। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেহেরপুরে নিহত দুই সংবাদদাতা মেহেরপুর থেকে জানান, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার আমঝুপি দ্বীনদত্ব ব্রিজের পাশে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়। নিহতরা হলো আমঝুপি গ্রামের বিশ্বাস পাড়ার বদর উদ্দিনের ছেলে ওয়াসিম (৩০) ও চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার চিতলা গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাফর আলী (২৫)। শাহাদাৎ আলী আমঝুপিতে তার শ্বশুর বাড়িতে থাকে। জানা গেছে, রয়েল এক্সপ্রেস নামের একটি পরিবহন কুয়াকাটা থেকে মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসে। পরিবহনটি আমঝুপি দ্বীনদত্ব ব্রিজের কাছে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটভাঙ্গা মেশিনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
×