ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়লেন মিসবাহ

প্রকাশিত: ২৩:৪২, ১৫ অক্টোবর ২০২০

প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়লেন মিসবাহ

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছর সেপ্টেম্বরে একই সঙ্গে পাকিস্তানের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দায়িত্ব পান মিসবাহ উল হক। হঠাৎ করে দেশটির সাবেক অধিনায়কের এমন সর্বেসর্বা হয়ে ওঠা নিয়ে সমালোচনা ছিল শুরু থেকেই। ঘরের মাঠে শ্রীলঙ্কা আর বাংলাদেশের বিপক্ষে সাফল্য এলেও সম্প্রতি ইংল্যান্ড সফরে মাঠের ক্রিকেটে পাকিস্তান ছিল ভীষণ ব্যর্থ। গুঞ্জন ওঠে যে কোন একটি পদ থেকে মিসবাহকে সরিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার আগে নিজে থেকেই প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ৪৬ বছর বয়সী এ তারকা। তবে প্রধান কোচ হিসেবে কাজ করে যাবেন। বুধবার এক সংবাদ সম্মেলনে মিসবাহ বলেন, ‘দ্বৈত দায়িত্ব আমি পুরোপুরি উপভোগ করেছি। তবে গত ১২ মাস নিয়ে পর্যালোচনার পর এবং আমার মেয়াদের আগামী ২৪ মাসের সম্ভাব্য কাজের পরিধির দিকে তাকিয়ে মনে হয়েছে, আমার পুরোটা সময়, শক্তি ও মনোযোগ একটি ভূমিকায় বিনিয়োগ করাই যথোপযুক্ত। কোচিং আমার আবেগের জায়গা এবং আমার চূড়ান্ত লক্ষ্য ক্রিকেটের উন্নতিতে অবদান রাখা এবং দলকে আরও বড় সাফল্য এনে দেয়া।’
×