ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে ॥ ডাঃ জাফরুল্লাহ

প্রকাশিত: ০০:৫৩, ১০ অক্টোবর ২০২০

ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে ॥ ডাঃ জাফরুল্লাহ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার পরিবর্তন নয়, সম্পূর্ণ নিয়ম পরিবর্তন, সংবিধান পরিবর্তন, ডিজিটাল আইনকে কবরে পাঠাতে হবে। আমার কথা আমি বলতে পারব না, এটা হতে পারে না। এটা আমার দেশ। এখানে আমার জন্ম। শুক্রবার রাতে শহরের দেওভোগ এলাকায় সিটি কর্পোরেশনের শেখ রাসেল পার্কে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘গণসংলাপ, বাংলাদেশ কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা’ শিরোনামে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় ৩৫ জন মানুষ মারা গেছে। এই ৩৫ জনের মধ্যে অর্ধেক মানুষও মারা যেত না, যদি নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মরফিন ইনঞ্জেকশন দিয়ে দেয়া হতো। বাসায় দগ্ধদের চিকিৎসা হলো ঠান্ডা পানি দিয়ে। আর হাসপাতালের চিকিৎসা মরফিন ইনঞ্জেকশন দিয়ে। ভিক্টোরিয়ায় মরফিনের লাইসেন্স নেই। যদি সেখানে সেই ইঞ্জেকশন দিয়ে দেয়া হতো তাহলে মানুষ মারা গেলেও কম কষ্ট পেয়ে মারা যেত। তিনি বলেন, একটি জীবনের মূল্য পাঁচ লাখ টাকা হতে পারে না। সরকার পাঁচ লাখ টাকা দিয়ে বাহবা দিচ্ছে। একটা জীবনের মূল্য কমপক্ষে ৩০ লাখ টাকা হতে হবে। গণসংহতি আন্দোলনের জেলা শাখার সভাপতি তরিকুল সুজনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও সপ্রীমকোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।
×