ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিলিস্তিনীদের তিরস্কার করলেন এক সৌদি যুবরাজ

প্রকাশিত: ২৩:৫৬, ৮ অক্টোবর ২০২০

ফিলিস্তিনীদের তিরস্কার করলেন এক সৌদি যুবরাজ

ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের শান্তি চুক্তির সমালোচনা করায় ফিলিস্তিনীদের তিরস্কার করেছেন সৌদি আরবের সাবেক গোয়েন্দা প্রধান প্রিন্স বন্দর বিন সুলতান বিন আবদুল আজিজ। সৌদি মালিকানাধীন আল-আরাবিয়াহ টেলিভিশনকে মঙ্গলবার দেয়া সাক্ষাতকারে ফিলিস্তিনী কর্তৃপক্ষের সমালোচনাকে তিরস্কারযোগ্য ও সীমালঙ্ঘন বলে আখ্যায়িত করেন। খবর ওয়েবসাইটের। তিনি বলেন, ফিলিস্তিনী সঙ্কট একটি ন্যায়সঙ্গত সঙ্কট হওয়া সত্ত্বেও তার সমর্থকেরা ব্যর্থ হয়েছেন। কিন্তু ইসরাইলের বিষয়টি অন্যায় হলেও তার সমর্থকেরা সফলতার প্রমাণ দিয়েছে। ৭০ বা ৭৫ বছর আগের ঘটনার সারমর্ম মূলত এটিই। সাবেক এই সৌদি রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনী নেতারা ঐতিহাসিকভাবে কিছু আলোচনা জিইয়ে রেখেছেন। তারা সর্বদা পরাজয়ের অংশে বাজি ধরে। যাতে তাদের খেসারত দিতে হয়। আগস্টে দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। পরে সেপ্টেম্বরে সৌদির ঘনিষ্ঠ মিত্র বাহরাইনও ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে চুক্তি করে।
×