ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মানবাধিকার ইস্যুতে চীনের সমালোচনায় মেরকেল

প্রকাশিত: ২৩:৪৫, ৬ অক্টোবর ২০২০

মানবাধিকার ইস্যুতে চীনের সমালোচনায় মেরকেল

মানবাধিকার ইস্যুতে হংকংসহ ‘অন্যসব ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনায়’ চীনের সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল। সম্প্রতি জার্মানির সংসদে অধিবেশন চলাকালে মেরকেল এ সমালোচনা করেন। সামনেই ইউরোপীয় ইউনিয়নের দু’দিনব্যাপী বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে চীন নিয়েও আলোচনা করবেন ইউরোপের দেশগুলোর নেতারা। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অঙ্গীকার করেছেন, ২০৬০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন এবং ২০৩০ সালের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ সীমিত করবে চীন। এ বিষয়েও সমালোচনা করে মেরকেল বলেন, ‘চীনের সামনে উন্নয়নের যেসব চ্যালেঞ্জ রয়েছে, সেদিকে তাকালে তাদের লক্ষ্য বেশ উচ্চাকাক্সক্ষী মনে হচ্ছে। আমাদের অঙ্গীকার যেন আমরা পূরণ করতে পারি। -ব্লুমবার্গ
×