ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানে সিরিয়াল কিলারের ফাঁসি

প্রকাশিত: ২৩:৫৮, ২ অক্টোবর ২০২০

জাপানে সিরিয়াল কিলারের ফাঁসি

টুইটারের মাধ্যম বাড়িতে ডেকে এনে ঠাণ্ডা মাথায় একে একে ৯ জনকে খুন করায় তাকাহিরো শিরাইশি নামে জাপানী এক সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির এক আদালত। তার ফ্ল্যাট থেকে নিখোঁজ কয়েকজনের মরদেহ উদ্ধারের পর ২০১৭ সালে তাকে গ্রেফতার করা হয়। খবর বিবিসি অনলাইনের। ওই সিরিয়াল কিলার পরে একে একে ৯ জনকে হত্যার কথা স্বীকার করে। এদের মধ্যে ৮ নারী ও এক পুরুষ। সে সম্পূর্ণ ভিন্নভাবে খুন করার কাজ করত। সে অবসাদগ্রস্তদের খুঁজে বের করত টুইটারে। এর পর সে তাদের আত্মহত্যার প্ররোচণা দিয়ে নিজের ফ্ল্যাটে এনে খুন করত। এ কারণে তাকাহিরো শিরাইশি জাপানে ‘টুইটার কিলার’ নামে পরিচিতি পায়।
×