ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আদিবাসী নারী ধর্ষণকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি

প্রকাশিত: ২৩:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০২০

আদিবাসী নারী ধর্ষণকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি

স্টাফ রিপোর্টার ॥ আদিবাসী নারীর ওপর ক্রমাগত সহিংসতা ও ধর্ষণের ঘটনায় জড়িত দোষীদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে বিভিন্ন আদিবাসী সংগঠন। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশের সর্বত্রই নারীদের ওপর সহিংসতা ও ধর্ষণের ঘটনা ঘটছে। তবে আদিবাসী নারীদের ক্ষেত্রে এই সহিংসতার মাত্রা কয়েকগুণ বেশি। বিচারহীনতার কবলে পড়ে অনেক সহিংসতা ও ধর্ষণের ঘটনা অপ্রকাশিত রয়ে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক-এর সদস্য সচিব চঞ্চনা চাকমার সভাপতিত্বে এবং বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সদস্য সচিব এ্যান্টনি রেমার সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খায়রুল চৌধুরী, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, জনউদ্যোগের প্রতিনিধি তারিক হোসেন মিঠুল, এএলআরডির বুলবুল আহমেদ, কাপেং ফাউন্ডেশন প্রতিনিধি থেকে উজ্জ্বল আজিম, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক ব্যাবিলন চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরাম এর প্রতিনিধি হরেন্দ্র নাথ সিং, গারো স্টুডেন্টস ফেডারেশনের প্রলয় নকরেক, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের অলীক মৃ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নাসির উদ্দিন প্রিন্স, মানবাধিকার কর্মী মাহবুব হক, বাগাছাস এর প্রতিনিধি বুশ নকরেক, মারমা স্টুডেন্টস কাউন্সিল, হাজং স্টুডেন্টস কাউন্সিল, মাদল, এফ মাইনর এবং অন্য সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
×