ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনায় মারা গেলেন দাবাড়ু শাহরিয়ার

প্রকাশিত: ১৯:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২০

করোনায় মারা গেলেন দাবাড়ু শাহরিয়ার

স্পোর্টস রিপোর্টার ॥ চট্টগ্রামের দাবাড়ু ও পিডব্লিউডির প্রকৌশলী শাহরিয়ার চৌধুরী (৫৮) আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার সকালে জীবনঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। শাহরিয়ার মূলত নব্বই দশকের দাবাড়ু ছিলেন। সে সময় তিনি মাঝেমধ্যে ঢাকায় খেললেও বেশিরভাগ চট্টগ্রামের টুর্নামেন্টই খেলতেন। তার মৃত্যুতে এশিয়ান জোন ৩.২ সভাপতি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, এ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ-এর সভাপতি আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদা হক চৌধুরী মলি, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সভাপতি রাহাত হোসেন, নারায়ণগঞ্জ জেলা দাবা খেলোয়াড় সমিতির আহবায়ক জাহাঙ্গীর ইসলাম, চেসবিডি.কম-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুর রহমান ও নারায়ণগঞ্জ চেস একাডেমির মোহাম্মদ শামীম গভীর শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
×