ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ ॥ ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২২:৪৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

মসজিদে বিস্ফোরণ ॥ ৩৫ পরিবারকে সহায়তা দিলেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জের পশ্চিম তল্লায় মসজিদে বিস্ফোরণে হতাহত ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্ফোরণে নিহত ও আহত ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোট ১ কোটি ৭৫ লাখ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভয়াবহ বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ পরিবারের প্রত্যেকটিকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রদান করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে প্রধানমন্ত্রীর অনুদানের চেকগুলো ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হস্তান্তরের নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজের পর বিস্ফোরণে ৩৩ জন নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কেবল একজন। দুইজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
×