ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে লতাপাতায় জড়িয়ে গেছে ১১হাজার ভোল্টের বিদ্যুতের খুটি

প্রকাশিত: ২০:৩১, ২২ সেপ্টেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ে লতাপাতায় জড়িয়ে গেছে ১১হাজার ভোল্টের বিদ্যুতের খুটি

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের পার্শ্বে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় এলাকায় ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুটিকে কাঁচা লতাপাতা জড়িয়ে রাখায় সেটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর না দেওয়ায় এলাকাবাসি অনাকাঙ্খিত ঘটনার আশংকায় দিন কাটাচ্ছেন। এলাকাবাসির পক্ষে ইমরান মেহেদি, পলাশ শর্মা, রাজা হোসেন জানান, বর্ষার কারণে তাদের এলাকায় কাঁচা লতাপাতা জড়িয়ে রেখেছে ১১হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুটিকে । কাঁচা লতাপতায় বিদ্যুৎ সঞ্চালন হয় এবং একারণে যেকোন সময় বৈদ্যুতিক সর্টসার্কিটে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে সেই আশংকায় এলাকাবাসি দিন কাটাচ্ছেন। তাঁরা খুটিকে জড়িয়ে রাখা কাঁচা লতাপাতা কেটে পরিস্কার করে এলাকাবাসিকে আশংকামুক্ত থাকার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিআকর্ষণ করেছেন।
×