ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জয়পুরহাট পৌরসভায় নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে প্রতিবাদ

প্রকাশিত: ১৭:০৪, ২২ সেপ্টেম্বর ২০২০

জয়পুরহাট পৌরসভায় নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির গেজেট বাতিল করে নির্ধারিত সময়ে নির্বাচনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার জয়পুরহাট পৌরসভার সচেতন নাগরিক সমাজের ব্যানারে কেন্দ্রীয় মসজিদের সামনে প্রধান সড়কে বেলা ১১টা হতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদুল আলম বেনু, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু, পুরানাপুল ইউপি’র সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নিখিল চন্দ্র মন্ডল, ফারুক হোসেন প্রমুখ। বক্তারা বলেন জয়পুরহাট পৌরসভার সীমানা বৃদ্ধির প্রস্তাবের মাধ্যমে গেজেট প্রকাশ করে নির্বাচন বাঞ্চাল করার ষড়যন্ত্র করছে একটি মহল। তা বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
×