ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার

প্রকাশিত: ২৩:৩৫, ২০ সেপ্টেম্বর ২০২০

স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে আজ থেকেই দলগত অনুশীলন শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। সে জন্য স্কিল ক্যাম্পে ডাক পেয়েছেন ২৭ ক্রিকেটার। দুইবার করোনা পজিটিভ হওয়া তরুণ ওপেনার সাইফ হাসানেরও নাম আছে। তবে তিনি নিরাপদ প্রমাণিত হওয়ার পরই অনুশীলনে নামবেন। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেই তালিকা দিয়েছে। ক্যাম্পের জন্য ডাক পাওয়া ক্রিকেটারদের আজ সকালের মধ্যেই টিম হোটেলে উঠতে হবে। এরপর থেকেই জৈব সুরক্ষিত বলয়ে থাকবেন এই ক্রিকেটাররা আগামী এক সপ্তাহ। বেলা ২টা ৪৫ মিনিট থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই স্কিল অনুশীলন শুরু হবে প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগেই তাদের আরও দুই দফা করোনা টেস্ট করানো হবে। সোমবার ও শুক্রবার এই টেস্টের জন্য নমুনা নেয়া হবে। আজ হোটেলে প্রবেশ করা মাত্রই ক্রিকেটররা ও কোচিং স্টাফরা জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করবেন। সেখানে তাদের জন্য পৃথক ফ্লোর, জিম, রেস্টুরেন্টের ব্যবস্থা করা হয়েছে। ক্রিকেটারদের চলাচল হোটেল প্রাঙ্গণেই সীমাবদ্ধ রাখা হবে। এমনকি এ সময় যেসব কর্মচারী, কর্মকর্তা তাদের বিভিন্ন ব্যবস্থাপনায় থাকবেন তারাও বলয়ের ভেতরেই থাকবেন। সে জন্য ইতোমধ্যেই সবমিলিয়ে ক্রিকেটারসহ ৫৩ জনের করোনা টেস্ট করা হয়েছে। এরপরই এই স্কিল ক্যাম্পের দল দেয়া হয়েছে। এছাড়া নিয়োজিত ড্রাইভারদেরও করোনা টেস্ট হয়েছে। আজ থেকে শুরু করে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত একটানা দুপুরের পর থেকে অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর একদিন বিরতি দিয়ে ২৬ সেপ্টেম্বর শেষবারের মতো অনুশীলন করে পরদিনই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ক্যাম্পে ডাক পাওয়া ২৭ ক্রিকেটার ॥ মুমিনুল হক সৌরভ, তামিম ইকবাল খান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম অনিক, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, মোহাম্মদ আল-আমিন হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, কাজী নুরুল হোসেন সোহান, শফিউল ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাঈম হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, এবাদত হোসেন চৌধুরী, সৈয়ত খালেদ আহমেদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোহাম্মদ সাইফ হাসান।
×