ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু আজ

প্রকাশিত: ২৩:৩৩, ২০ সেপ্টেম্বর ২০২০

টাইগারদের প্রস্তুতি ক্যাম্প শুরু আজ

স্পোর্টস রিপোর্টার ॥ এখনও বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিত নয়। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ কবে যাবে তারও নিশ্চয়তা মিলেনি। দ্রুতই শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সিদ্ধান্ত দেবে সেই আশা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অনিশ্চয়তার ভিড়েও থেমে নেই বাংলাদেশ দলের ক্রিকেটারদের প্রস্তুত হওয়া। সূচী অনুযায়ীই সব চলছে। ক্রিকেটারদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষায় ১৮ ক্রিকেটারেরই ‘নেগেটিভ’ ফল এসেছে। আজ তারা জৈব সুরক্ষিত বলয়ে ঢুকেও যাবেন। শুরু হয়ে যাবে প্রস্তুতি ক্যাম্পও। এই ক্যাম্পের জন্য ২৭ সদস্যের প্রাথমিক দলও ঘোষনা করেছে বিসিবি। এই ক্রিকেটাররা আজ দুপুর থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করে দেবেন। শুক্রবার থেকে ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় উতরে গিয়ে ঢাকায় থাকা ১৮ ক্রিকেটারের সুরক্ষিত বলয়ে ঢুকতে আর কোন বাধা থাকল না। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ক্রিকেটারদের আবাসিক ক্যাম্প হবে। যারা নেগেটিভ হবেন তারা এই হোটেলে থাকবেন। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং কর্মকর্তাদের জন্য আগে থেকেই এটি নির্ধারিত করা ছিল। শ্রীলঙ্কা সফরের জন্য সম্ভাব্য প্রাথমিক দলে থাকা ২৭ ক্রিকেটারের মধ্যে আজ বাকি ৯ ক্রিকেটারের করোনা পরীক্ষার ফল আসবে। ফল নেগেটিভ হলেই হোটেলে উঠে যাবেন ক্রিকেটাররা। হোটেলে প্রবেশ করার পর থেকেই জৈব সুরক্ষিত বলয়ে প্রবেশ করবেন। সেখানে তাদের জন্য পৃথক ফ্লোর থাকবে। যেখানে আর কারও আগমন ঘটবে না। শুধু শ্রীলঙ্কা সফরের জন্য নির্ধারিত থাকা ক্রিকেটার, কোচিং স্টাফের কর্মকর্তারা থাকবেন। আলাদা জিম, রেস্টুরেন্টের ব্যবস্থা থাকবে। ক্রিকেটারদের চলাচল হোটেল প্রাঙ্গণেই সীমাবদ্ধ থাকবে। আবার নেতিবাচক প্রমাণিত হওয়া হোটেল কর্মীরাও থাকবেন। যাদের বাহিরে যেতে দেয়া হবে না। কঠিন বলয়ের মধ্যে আবদ্ধ থাকবেন ক্রিকেটাররা। একটি বাসে করে যাবেন। সেই বাসে করেই আসবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও ক্রিকেটারদের জন্য সবুজ জোন থাকবে। যেখানে শুধু ক্রিকেটার, কোচিং স্টাফের কর্মকর্তাদের প্রবেশাধিকার এবং করোনায় নেগেটিভ হওয়া কর্মচারীদের আসা-যাওয়ার অনুমতি থাকবে। সিরিজের নিশ্চয়তা না থাকলেও প্রস্তুতি ঠিকই চলমান। হঠাৎ করে সিদ্ধান্ত আসলেই যেন ক্রিকেটাররা প্রস্তুত থাকেন। এবার সর্বমোট ৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রথমদিন ১৮ জন ক্রিকেটারের পর দ্বিতীয়দিন ৩৫ জন হোটেল কর্মচারীর করোনা পরীক্ষা করানো হয়েছে। ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। বাংলাদেশে পৌঁছে এরই মধ্যে তিনবার করোনা পরীক্ষা দিয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেইনার নিক লি। এর মধ্যে লি করোনা পজিটিভ ধরা পড়ার পর আবার পরীক্ষায় নেগেটিভ হয়েছেন। সব প্রস্তুতি পুরোদমেই চলছে। বিসিবিও আশায় আছে দ্রুতই সিদ্ধান্ত জানাবে। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন শনিবার সেই আশার কথা জানান। তিন ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে তিনি বলেন, ‘এরই মধ্যে বেশকিছু বিষয় শ্রীলঙ্কান বোর্ডের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে আপনারা জানেন। আমাদের পক্ষ থেকে একটা বিবৃতি গিয়েছে, যেহেতু সফরের সময় ঘনিয়ে আসছিল। এরপর আর আলোচনা হয়নি। যতটুকু জেনেছি বা শ্রীলঙ্কান বোর্ড জানিয়েছে তা হলো আমাদের বিষয়গুলো তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছে এবং ইতিবাচক সভা হয়েছে। আমরা আশা করছি আগামী দুই একদিনের মধ্যে তাদের কাছ থেকে দিকনির্দেশনা বা স্বাস্থ্যবিধি পাব।’ সঙ্গে আরও যোগ করেন, ‘তারা বলেছে যে আমাদের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে এবং তারা বলেছে ভাল একটা আলোচনা হয়েছে। এরপর এটার আউটকাম বা রিভাইস প্রোটোকল না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।’
×