ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

লালমনিরহাট জেলা কারাগার উড়িয়ে দেয়ার হুমকি

প্রকাশিত: ০০:৫৪, ১৪ সেপ্টেম্বর ২০২০

লালমনিরহাট জেলা কারাগার উড়িয়ে দেয়ার হুমকি

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৩ সেপ্টেম্বর ॥ জেলা কারাগার বোমা মেরে উড়েয়ে দিয়ে মুক্ত করা হবে সাথী ভাইদের। যে কোন মূল্যে তাদের মুক্ত জীবন দেয়া হবে। টেলিটক মোবাইল ফোনের একটি নম্বর দিয়ে লালমনিরহাট জেলা কারাগারের সুপার কিশোর কুমার নাগকে হুমকি দেয়া হয়েছে। এই ঘটনায় শনিবার রাতে লালমনিরহাট সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি গোপনীয় রাখার চেষ্টা করা হয়। কিন্তু রবিবার বিকেল থেকে কারাগারের সামনের রাস্তা ও জেলখানার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় ঘটনাটি প্রকাশ পেয়ে যায়। এই ঘটনায় লালমনিরহাটে আতঙ্ক বিরাজ করে। কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারে বিভিন্ন মামলায় গ্রেফতারকৃত ২০ জন কুখ্যাত জঙ্গী রয়েছে। তারা এতদিন সাধারণ কয়েদির মতোই কারাগারে ছিল। হঠাৎ শনিবার বিকেলে জেল সুপার কিশোর কুমার নাগকে একটি টেলিটক নম্বর হতে ফোন করে হুমকি দেয়া হয়। বলা হয় যেকোন মূল্যে জেলখানা হতে তাদের সাথী ভাইকে মুক্ত করা হবে। উড়িয়ে দেয়া হবে জেলখানা।
×