ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুর্দান্ত ফ্রিকিকে গোলের সেঞ্চুরি ॥ রোনাল্ডোর বিশ্বরেকর্ড

প্রকাশিত: ২৩:৩১, ১০ সেপ্টেম্বর ২০২০

দুর্দান্ত ফ্রিকিকে গোলের সেঞ্চুরি ॥ রোনাল্ডোর বিশ্বরেকর্ড

জাহিদুল আলম জয় ॥ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেন আরও অপ্রতিরোধ্য, দুর্বার হয়ে উঠছেন। পর্তুগাল অধিনায়কের বর্তমান বয়স ৩৫ বছর। অথচ মাঠের লড়াইয়ে তাকে দেখে মনে হয় টগবগে যুবা। তারকা এই ফরোয়ার্ডের ক্যারিয়ার পরিসংখ্যান সাক্ষ্য দিচ্ছে, ৩০ বছরের পর থেকে তিনি আরও বেশি দুর্বার, অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। মঙ্গলবার রাতে সুইডেনের সোলনার ফ্রেন্ডস এ্যারানায় তেমনই এক অবিস্মরণীয় বিশ্বরেকর্ড গড়েছেন রোনাল্ডো। ইউরোপের প্রথম ও বিশ্বের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন সি আর সেভেন। উয়েফা নেশন্স কাপ ফুটবলে এ থ্রি গ্রুপের ম্যাচে স্বাগতিক সুইডেনের বিরুদ্ধে ৪৫ মিনিটে ফ্রিকিকে লক্ষ্যভেদ করে গৌরবময় মাইলফলক স্পর্শ করেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদ সুপারস্টার। এরপর ম্যাচে আরও এক গোল করেন সি আর সেভেন। তার জোড়া গোলে ম্যাচে পর্তুগাল জয় পায় ২-০ গোলে। ২০১৯ সালের নবেম্বরে ইউরো বাছাই ফুটবলে লুক্সেমবার্গের মাঠে এক গোল করার পর রোনাল্ডোর জাতীয় দলের হয়ে গোলসংখ্যা দাঁড়িয়েছিল ৯৯। সি আর সেভেনের আপসোস, করোনাভাইরাসের কারণে গত ১০ মাস জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। যে কারণে গোলের সেঞ্চুরির অপেক্ষাও দীর্ঘায়িত হয়। পায়ের সংক্রমণে নেশন্স কাপে শিরোপা ধরে রাখার মিশনে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে দলের প্রথম ম্যাচও খেলতে পারেননি। অবশেষে সুইডিশদের বিরুদ্ধে মাঠে নেমে অপেক্ষার ইতি টেনেছেন। প্রায় ২৫ গজ দূর থেকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে চোখ ধাঁধানো বাঁকানো ফ্রিকিকে জাল খুঁজে নেন পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। ১৬৫ ম্যাচ খেলে অসাধারণ এই কীর্তি গড়েছেন জুভেন্টাস তারকা। পরে ম্যাচে আরেক গোল করায় রোনাল্ডোর মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১০১টি। জাতীয় দলের হয়ে বছরে প্রথমবার খেলতে নেমেই অসাধারণ রেকর্ড গড়েছেন রোনাল্ডো। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকার চেয়ে আন্তর্জাতিক ফুটবলে বেশি গোল করেছেন কেবল ইরানের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ে। ১৪৯ ম্যাচ খেলে ইরানী কিংবদন্তির মোট গোল ১০৯। এখন দাইয়ের চেয়ে মাত্র ৮ গোল দূরে রোনাল্ডো। আর মাত্র ৯ গোল করলে দাইয়েকে টপকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হবেন সি আর সেভেন। ইরানের আলি দাইয়ে ২০০৬ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। এ কারণে রোনাল্ডোকে টেক্কা দেয়ার মতো আর কেউ বর্তমানে নেই। এখন যারা খেলা চালিয়ে যাচ্ছেন তাদের মধ্যে রোনাল্ডোর পরে তৃতীয় স্থানে আছেন ভারতীয় অধিনায়ক সুনিল ছেত্রী। জাতীয় দলের হয়ে তার গোলসংখ্যা ৭২। ৭০ গোল করে এর পরের অবস্থানে আছেন রোনাল্ডোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। সর্বোচ্চ গোলের রেকর্ডটা তাই হাতের মধ্যেই রোনাল্ডোর। বিষয়টি তিনিও বুঝতে পারছেন। তাইতো এ বিষয়ে জানতে চাইলে পর্তুগাল অধিনায়ক সোজাসাপ্টা বলেছেন, ‘সব রেকর্ডই এক সময় ভাঙবে। আর রেকর্ডগুলো আমিই ভাঙব।’ অর্থাৎ জাতীয় দলের হয়ে রোনাল্ডো নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে দু’চোখ মেলে তাকানোর দুঃসাহস আপাতত কারও নেই। অনন্য রেকর্ড গড়লেও ভরা গ্যালারিতে দর্শকদের সামনে খেলা মিস করছেন পর্তুগাল অধিনায়ক। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এখনও খালি মাঠে খেলার বিষয়টি মানতে পারছেন না। সি আর সেভেনের কাছে, দর্শকবিহীন গ্যালারিতে খেলার মানে বাগানে গিয়ে ফুল না দেখা কিংবা সার্কাসে গিয়ে কোন ভাঁড় না দেখার মতো। মাঠে দর্শকদের অনেক বেশি মিস করছেন বলে জানিয়েছেন পর্তুগাল অধিনায়ক। রোনাল্ডো এ প্রসঙ্গে বলেন, দর্শক ছাড়া খেলার বিষয়টা সার্কাসে গিয়ে কোন ভাঁড় না দেখার মতো। এটা অনেকটা বাগানে গিয়ে ফুল না দেখার মতো। তবে আক্ষেপের সুযোগ নেই। দর্শকদের হর্ষধ্বনি আমাকে আপ্লুত করে ঠিক। কিন্তু সবার আগে স্বাস্থ্য নিরাপত্তা। যেহেতু বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমতি দেয়নি, তাই এটি আমাদের মানতেই হবে। তিনি আরও বলেন, আমি বাইরের কিছু শুনি না। নিজে যা করতে পারি সেটাই আমার পক্ষে কথা বলে। দুটি দারুণ গোলের মাধ্যমে সেঞ্চুরি হওয়ায় আমি অনেক খুশি। এদিকে অনন্য কীর্তি গড়ার পর ফুটবল দুনিয়ায় প্রশংসার ¯্রােতে ভাসছেন রোনাল্ডো। শত্রু মিত্র সবাই সি আর সেভেনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এদের মধ্যে আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। রোনাল্ডোকে স্যালুট জানিয়ে ব্রাজিলের জার্সিতে ৭৭ গোল করা পেলে টুইট বার্তায় লিখেছেন, আমি ভেবেছিলাম আমরা ১০০তম গোল উদযাপন করব। কিন্তু এটা ছিল আসলে ১০১! নতুন উচ্চতায় পৌঁছানোয় তোমাকে অভিনন্দন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গোলসংখ্যার দিক থেকে রোনাল্ডো পেলেকেও ছাড়িয়ে যাওয়ার পথে আছেন। গোলসংখ্যায় জাতীয় দলের হয়ে অনেক আগেই পেলেকে ছাড়িয়ে যাওয়া রোনাল্ডো ক্যারিয়ার গোলের হিসাবেও কাছাকাছি পৌঁছে গেছেন। পেলের ক্যারিয়ারে মোট গোল ৭৬৭। আর রোনাল্ডোর ক্যারিয়ারে এখন পর্যন্ত মোট গোল ৭৩৯।
×