ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আমার হৃদয়জুড়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশিত: ২০:২৯, ৭ সেপ্টেম্বর ২০২০

আমার হৃদয়জুড়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের ভাতিজি নূর বিন লাদিন আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন বিষয়ে সতর্ক করে বলেছেন, জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে আরেকটি ৯/১১ এর মতো ঘটনা ঘটবে। নূর বিন লাদিন আরও বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হলেই কেবল যুক্তরাষ্ট্র বহিঃশত্রু থেকে মুক্ত থাকবে। তিনি বলেন ‘একমাত্র ট্রাম্পই পারেন পরবর্তী ৯/১১ রুখে দিতে।’ খবর নিউইয়র্ক পোস্ট অনলাইনের। নিউইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাতকারে ৩৩ বছর বয়সী নূর বলেন, ‘ট্রাম্প প্রমাণ করে দিয়েছেন যে, বাইরের হুমকি থেকে তিনি যুক্তরাষ্ট্র ও আমাদের রক্ষা করতে পারেন।’ সুইজারল্যান্ডে বসবাসকারী নূর বিন লাদিন জানান, যুক্তরাষ্ট্র তার হৃদয়জুড়ে সবসময়ই রয়েছে। তার বয়স যখন মাত্র ১২ বছর তখন থেকেই তিনি তার নিজের কক্ষে মার্কিন পতাকা টানিয়ে রেখেছেন। সুইজারল্যান্ডে জন্ম নেয়া নূর জানান, আগামী মার্কিন নির্বাচন আগামী প্রজন্মের জন্য খুবই গুরুত্ববহন করে। তাই তিনি ট্রাম্পের পক্ষে কাজ করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ‘২০১৫ সালে ট্রাম্প প্রথমবার যখন প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দেন, আমি তখন থেকেই তাকে সমর্থন করে আসছি। আমি দূর থেকে এগুলো পর্যবেক্ষণ করতাম এবং তাকে সমর্থন করে গেছি।’ তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, তিনি এবারও নির্বাচিত হবেন। আর তার বিজয়ী হওয়া কেবল যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্যই নয়, পশ্চিমা সমাজের জন্যও দরকার।’ নূর বলেন, ‘গত ১৯ বছরে ইউরোপে যত সন্ত্রাসী হামলা হয়েছে, সেগুলোর দিকে তাকিয়ে দেখুন। হামলাকারীরা আমাদের পুরোপুরিভাবে নাড়িয়ে দিয়েছে।’ নূর জানান, তিনি প্রায় নিয়মিতই ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ লেখা টুপি পরেন। লাল রঙের টুপি পরা নূর বলেন, ‘আমি ফক্স নিউজ’র টুকার কার্লসন টুনাইট’ খুব পছন্দ করি। সৌদি আরবে জন্মগ্রহণকারী ওসামা বিন লাদেন ১১ সেপ্টেম্বর ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার ঘটনার জন্য বহুলভাবে পরিচিত। সৌদি রাজপরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
×