ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের করোনা ঠেকাতে

প্রকাশিত: ২০:২৮, ৭ সেপ্টেম্বর ২০২০

আদিবাসীদের করোনা ঠেকাতে

আদিবাসী এলাকায় করোনা ছড়িয়ে পড়ার ব্যাপারে তাদের কমিউনিটিকে সতর্ক করতে আদিবাসী ও পরিবেশবাদী সংস্থাগুলো ব্রাজিলে একটি ভাইরাস ট্রেসিং এ্যাপ চালু করেছে। এই এ্যাপ আদিবাসী এলাকার এক শ’ কিলোমিটারের মধ্যে নগরীগুলোতে মহামারী পরিস্থিতি সম্পর্কে ম্যাপ এবং নিয়মিত আপগ্রেড তথ্য সরবরাহ করবে। শনিবার কোঅর্ডিনেশন অব দ্য ইনডিজিনিয়াস অর্গানাইজেশন অব দ্য ব্রাজিলিয়ান আমাজান (সিওআইএবি) এবং এ্যামাজান ইনভারমেন্টাল জানায়, ‘কোভিড-১৯ ইনডিজিনিয়াস এলার্ট’ নামে পরিচিত এ এ্যাপ উচ্চ সংক্রমণ এলাকা শনাক্ত করতে সহায়ক হবে। -এএফপি
×