ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিরাপদ প্রমাণ হলেই করোনার টিকা অনুমোদন পাবে ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ২৩:০০, ৬ সেপ্টেম্বর ২০২০

নিরাপদ প্রমাণ হলেই করোনার টিকা অনুমোদন পাবে ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নিরাপদ প্রমাণিত না হলে তারা করোনা টিকার অনুমোদন দেবে না। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকী ল্যানসেট এক নিবন্ধে জানায়, রাশিয়ার করোনা ভ্যাকসিন রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়তে সক্ষম হয়েছে। আর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা এক মডেলে দেখা যাচ্ছে, এ বছর করোনায় আরও ১৯ লাখ মানুষের মৃত্যু হবে। অর্থাৎ চলতি বছর শেষে করোনায় মোট প্রাণহানি গিয়ে ঠেকবে ২৮ লাখে। অন্যদিকে ব্রাজিলের পথেই হাঁটছে ভারত। ব্রাজিলে যেখানে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪১ লাখের কাছাকাছি সেখানে ভারতে ইতোমধ্যে সংক্রমিত হয়েছে ৪০ লাখের ওপরে। যার মধ্যে ভারত প্রতিদিন আক্রান্তের দিক থেকে সব বিশ্ব রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করছে। একদিনে পুরো বিশ্বেও করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড হয়েছে। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স, ডয়েচে ভেলে, এএফপি, এনডিটিভি ও ওয়ার্ল্ডোমিটারের। করোনা সম্পর্কে সারাবিশ্বের বিস্তারিত তথ্য তুলে ধরছে ওয়ার্ল্ডোমিটার ডট ইনফো। ওয়েবসাইটটির মতে, শনিবার পর্যন্ত বিশ্বের দুই কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৯১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন আট লাখ ৮১ হাজার ৪৯৩ জন। সুস্থ হয়েছেন এক কোটি ৯০ লাখ ৪৭ হাজার ১৩২ জন। এখনও চিকিৎসাধীন আছেন ৬৯ লাখ ৪৪ হাজার ২৯৭ জন। যাদের মধ্যে ৬০ হাজার ৯১২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় পৃথিবীজুড়ে দুই লাখ ৯৯ হাজার ১৮১ জন সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। একদিনে নতুন করে আরও পাঁচ হাজার ৭৯৪ জন মারা গেছেন। ডব্লিউএইচওর হুঁশিয়ারি ॥ নিরাপদ ও কার্যকর প্রমাণিত না হওয়া পর্যন্ত করোনার কোন টিকা অনুমোদন দেয়া হবে না বলে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে জানিয়েছে ডব্লিউএইচও। জানা গেছে, বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর টিকা আবিষ্কারে অনেক দেশই কাজ করছে। রাশিয়া ও চীন এরইমধ্যে বৃহৎ আকারে টিকার কার্যকারিতা পরীক্ষা (চূড়ান্ত ট্রায়াল) ছাড়াই প্রাথমিকভাবে টিকা ব্যবহার শুরু করে দিয়েছে। দেশ দুটিতে টিকা নিতে আগ্রহীদের যথেষ্ট সাড়াও পাওয়া গেছে। ডব্লিউএইচও টিকার ‘চূড়ান্ত পর্যায়ের পরীক্ষায় যথেষ্ট সংখ্যক মানুষের’ স্বেচ্ছায় অংশ নেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছে। তবে এও বলেছে, চূড়ান্ত পরীক্ষার ফল পেতে আরও সময় লাগবে এবং হয়ত একটি কার্যকর ও নিরাপদ টিকা হাতে পেতে আগামী বছরের মাঝামাঝি সময় লেগে যাবে। ডব্লিউএইচওর মুখপাত্র মার্গারেট হ্যারিস বলেন, বাস্তবসম্মত সময়ের নিরিখে আমরা সত্যিই আগামী বছরের মাঝামাঝির আগে বিশ্বজুড়ে একটি কার্যকর ও নিরাপদ টিকা দেখতে পাওয়ার আশা করতে পারি না। এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনের প্রেসিডেন্ট তিজ্জানি মুহাম্মদ-বন্দে সতর্ক করেছেন এই বলে যে, শুধু টিকা আবিষ্কার হলেই সঙ্কটের সমাধান হবে না বরং সেটি বিশ্বের সব মানুষের হাতের নাগালে পৌঁছাতে হবে। রুশ ভ্যাকসিন নিয়ে আশাবাদ ॥ রাশিয়ার করোনা ভ্যাকসিন নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করেছেন রুশ বিজ্ঞানীরা। এতে বলা হয়, ট্রায়ালের ফলাফল অনুযায়ী, করোনার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম এ ভ্যাকসিন। আরও ১৯ লাখ মানুষের মৃত্যু হবে ॥ ডিসেম্বরের মধ্যে বিশ্বে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা হতে পারে ৩০ হাজার। নতুন করে দেশে দেশে ভাইরাসটির প্রকোপ বাড়তে থাকায় কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যাও বাড়বে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের করা স্বীকৃত একটি মডেলে দেখা যাচ্ছে, চলতি বছর শেষে করোনায় মোট প্রাণহানি হবে ২৮ লাখ। সংক্রমণের বিশ্বরেকর্ড ভারতে ॥ গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়ে এক হাজার ৮৯ জন মারা গেছেন। মোট মারা গেছেন ৬৯ হাজার ৭৪৯ জন। একদিনে সংক্রমিত হয়েছেন ৮৬ হাজার ৪৩২ জন। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বাধিক সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করে ভারত। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০ লাখ ৩৪ হাজার ৩৩৯। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ লাখ ৭ হাজার ২২৩ জন।
×