ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাইকেলে লাখ মাইল পাড়ি

প্রকাশিত: ২৩:১৭, ২০ আগস্ট ২০২০

সাইকেলে লাখ মাইল পাড়ি

বাইসাইকেল যুগে ৯৫ বছর বয়সে ১ লাখ মাইল পাড়ি দিলেন যুক্তরাষ্ট্রের এক প্রবীণ ব্যক্তি। ক্যালিফোর্নিয়ার এ বাসিন্দার নাম বব মেটাওয়া। তবে পাড়াপড়শির কাছে তিনি ‘সাইকেল বব’ নামেই পরিচিত। টেলিফোন কোম্পানিতে চাকরি করতেন বব। ১৯৯১ সালে চাকরি থেকে অবসর নেন। তখন থেকে এই মিশনে নামেন বব। গত ১১ আগস্ট সাইকেল চালিয়ে ১ লাখ মাইল পাড়ি দেয়ার মাইলফলক স্পর্শ করেন তিনি। এই মিশন সফল করতে প্রায় ৩০ বছর সময় লেগেছে তার। এদিন ঘনিষ্ঠজন ও পাড়াপড়শিদের নিয়ে পার্টির আয়োজনও করেন ববের বন্ধুরা। -ইনসাইডার
×