ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মৃত্যুহীন আরেকটি দিন ॥ নতুন আক্রান্ত ১৪৯

প্রকাশিত: ০০:২১, ১৩ আগস্ট ২০২০

চট্টগ্রামে মৃত্যুহীন আরেকটি দিন ॥ নতুন আক্রান্ত ১৪৯

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে চব্বিশ ঘণ্টায় করোনায় আর কোন মৃত্যু হয়নি। তবে আক্রান্ত হয়েছেন আরও ১৪৯ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা যায়। জেলার সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত বুধবারের প্রতিবেদন অনুযায়ী আগের দিন মঙ্গলবার সাতটি ল্যাবে মোট ৮২৫ নমুনা পরীক্ষা হয়েছে। এতে আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৯ জন, যা ১৮ দশমিক ০৬ শতাংশ। বিগত বেশ কয়েক দিন ধরে আক্রান্তের হার অনেকটাই স্থির পর্যায়ে রয়েছে। তবে এর আগে আরও নি¤œমুখী ছিল। কোরবানির ঈদের কারণে সামাজিক দূরত্ব বজায় না থাকায় হার কিছুটা উর্ধমুখী হয়ে গেছে। তারপরও এই হারকে স্থিতিশীল বলছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। কেননা, এখন দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষা হচ্ছে না। শুধু উপসর্গ যাদের রয়েছে, তারাই পরীক্ষা করাচ্ছেন। চট্টগ্রামে নতুন আক্রান্ত ১৪৯ জনসহ মোট আক্রান্ত এখন ১৫ হাজার ৪৯১ জন। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩১০ জন। এ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবকে তলব ফেসবুকে বিরূপ মন্তব্য স্টাফ রিপোর্টার ॥ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচার বিভাগ নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্য করে পোস্ট করায় এ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুবকে তলব করেছে আপীল বিভাগ। আগামী ২০ আগস্ট সকাল সাড়ে নয়টায় এক নম্বর আদালতে হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে হবে এই আইনজীবীকে। একইসঙ্গে আইনজীবী মামুন মাহবুবের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না তা আগামী ১৯ আগস্টের মধ্যে ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপীল বিভাগ এ আদেশ দেয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইনজীবীর পোস্টটি আদালতের নজরে আনেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×