ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আরচারি দলের ক্যাম্প আবার শুরু

প্রকাশিত: ২৩:৫১, ১৩ আগস্ট ২০২০

আরচারি দলের ক্যাম্প আবার শুরু

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অনুমতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে প্রদত্ত স্বাস্থ্যবিধির ১২ শর্ত মোতাবেক বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায়, সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘তীর গো ফর গোল্ড’ প্রজেক্টের আওতায় ওয়ার্ল্ড আরচারি এবং ওয়ার্ল্ড আরচারি এশিয়ার পরামর্শ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সম্মতিক্রমে আগামী ১৬ আগস্ট থেকে টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে প্রধান প্রশিক্ষক মার্টিন ফ্রেডারিকের অধীনে জাতীয় আরচারি দলের প্রশিক্ষণ ক্যাম্প আবারও শুরু হতে যাচ্ছে। তিনটি ধাপে জাতীয় আরচারি দল প্রশিক্ষণ ক্যাম্পে যোগদান করবেন। প্রথম ধাপে রিকার্ভ পুরুষ আরচার ৮, দ্বিতীয় ধাপে রিকার্ভ মহিলা আরচার ৪ এবং তৃতীয় ধাপে কম্পাউন্ড পুরুষ ও মহিলা আরচার ৬ জনসহ জাতীয় দলের মোট ১৮ আরচার প্রশিক্ষণ ক্যাম্পে অংশ নেবেন। প্রতি ধাপে যোগদান করা কোচ ও আরচারদের প্রশিক্ষণ ক্যাম্পেই কোয়ারেন্টাইনে রাখা হবে।
×