ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্লভ রঙিন হীরে

প্রকাশিত: ০০:০৮, ১২ আগস্ট ২০২০

দুর্লভ রঙিন হীরে

রাশিয়ার একটি খনিতে ২৩৬ ক্যারট ওজনের একটি দুর্লভ হীরা পাওয়া গেছে। এর রং গাঢ় হলুদ। এর আগে দেশটির কোন খনি থেকে এত বড় রঙিন হীরা পাওয়া যায়নি। খনিটির মালিক হলো বিশ্বের অন্যতম হীরা উৎপাদক সংস্থা অলরোসা। খনিটি রাশিয়ার উত্তর প্রান্তের ইতুকিয়া অঞ্চলে। চরমভাবাপন্ন জলবায়ুর এই অঞ্চলে শীতকালে কাজকর্ম প্রায় থাকে না বললেই চলে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হীরাটি ২ কোটি থেকে থেকে ২৩ কোটি বছরের পুরনো হতে পারে। -সাইবেরিয়ান টাইমস
×