ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লাদাখে ভারত-চীন নয়া উত্তেজনা

প্রকাশিত: ০০:০১, ৯ আগস্ট ২০২০

লাদাখে ভারত-চীন নয়া উত্তেজনা

লাদাখে নতুন করে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা শুরু হয়েছে। পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ফের সেনা অবস্থান চাইছে বেজিং। তাদের দাবি, এই নতুন সেনা অবস্থানই হবে চূড়ান্ত পদক্ষেপ। এর ফলেই লাদাখে শান্তি ফিরবে বলে আশ্বস্ত করেছে তারা। তবে এই প্রস্তাবে স্বাভাবিকভাবেই রাজি নয় নয়াদিল্লী। খবর এনডিটিভি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচটি সেনা স্তরের বৈঠকে সুবিধা করতে না পেরে নতুন করে জটিলতা বাড়াতে চাইছে চীন। নয়াদিল্লী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ভারতীয় সেনারাও পিছু হটবে না। কারণ পঞ্চম দফা বৈঠকের পরেও বিতর্কিত এলাকা থেকে সেনা সরায়নি চীন। নতুন করে ৩৫ হাজার সেনা মোতায়েন করার পরিকল্পনা নেয়া হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।
×