ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শেষ আটে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়া

প্রকাশিত: ২১:৩৩, ৮ আগস্ট ২০২০

শেষ আটে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন সেভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ ইতালিয়ান ক্লাব এএস রোমাকে বিদায় করে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়ন স্প্যানিশ ক্লাব সেভিয়া। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর সিঙ্গেল লেগের ম্যাচে ২-০ গোলে জয় পায় চ্যাম্পিয়নরা। আরেক ম্যাচে স্কটিশ ক্লাব রেঞ্জার্সকে ১-০ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে জার্মান ক্লাব বেয়ার লেভারকুসেন। প্রথম লেগে ৩-১ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে দলটির জয় ৪-১ গোলে। এছাড়াও কোয়ার্টার ফাইনালে খেলার টিকেট কেটেছে ইংল্যান্ডের ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও সুইজারল্যান্ডের এফসি বাসেল। নিজেদের মাঠে ওলভারহ্যাম্পটন ১-০ গোলে পরাজিত করে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকে। দলটির হয়ে জয়সূচক গোলটি করেন মেক্সিকান ফুটবলার রাউল গিমিনেজ। এর আগে প্রতিপক্ষের মাঠে প্রথম লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ফলে দুই লেগ মিলিয়ে ওলভারহ্যাম্পটনের জয় ২-১ গোলে। কোয়ার্টার ফাইনালে উঠে দলটি ইতিহাস গড়েছে। ক্লাবটি ৪৮ বছর পর কোনো বড় আসরের শেষ আটে খেলার সুযোগ পেয়েছে। জার্মানির ডুইসবার্গের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত ম্যাচে সেভিয়া সহজেই হারায় রোমাকে। দুই দলের প্রথম লেগের খেলা স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। ফলে এক ম্যাচ দিয়েই দল দু’টির ভাগ্য নির্ধারণ হয়েছে। এখন জার্মানিতে কোয়ার্টার ফাইনালসহ বাকি ম্যাচগুলো সময় স্বল্পতার জন্য সিঙ্গেল লেগে হবে। রেইজেন এ্যারেনায় রোমার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় সেভিয়া। ইউরোপা লীগের নিয়মিত মুখ এবং টানা তিনবারের বিজয়ীরা বেশ শক্তভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। গোল পেয়ে যায় ম্যাচের বয়স আধাঘণ্টা ছোঁয়ার আগেই। খেলার ২২ মিনিটে এভার বানেগার যোগান থেকে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও রেগুইলন। আর প্রথমার্ধ শেষের ঠিক দুই মিনিট আগে সেভিয়াকে দুই গোলে এগিয়ে নেন ইউসেফ এন নেসেরি। ডানপ্রান্ত থেকে বল পেয়ে এগিয়ে নিয়ে যান লুকাস ওকম্পাস। এরপর মাটি গড়ানো ক্রসে বল পাঠিয়ে দেন ইউসেফের উদ্দেশে। আর গোল মুখে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি এই স্ট্রাইকার। ফলে বিরতির আগেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে যায় সেভিয়া। দ্বিতীয়ার্ধে এই লিড ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি।
×