ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রশ্নফাঁস ॥ দু’জনের দায় স্বীকার, এক আসামি ফের রিমান্ডে

প্রকাশিত: ২৩:০৩, ৩১ জুলাই ২০২০

প্রশ্নফাঁস ॥ দু’জনের দায় স্বীকার, এক আসামি ফের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছে। আরেক আসামির ফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড শেষে তিন আসামিকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী আবু সাঈদ। পারভেজ খান ও জাকির হোসেন স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আর জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর ফের ৮ দিনের রিমান্ড আবেদন করা হয়। আবেদনের পর ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনচারী আসামি পারভেজ খান ও জাকির হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দী রেকর্ড করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছে। আরেক মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম আসামি জসিমউদ্দিন ভূঁইয়া মুন্নুর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। জসিমউদ্দিনের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিলের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। গত ২৩ জুলাই এ তিন আসামির সাতদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২০ জুলাই মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিনজনকে গ্রেফতার করে সিআইডি।
×