ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাঙ্গাকারার উপলব্ধি

প্রকাশিত: ২১:০৯, ২৫ জুলাই ২০২০

সাঙ্গাকারার উপলব্ধি

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কা ২০১১ বিশ্বকাপের ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, এমন অভিযোগ করে কাঁপিয়ে দিয়েছিলেন খোদ দেশটির সে সময়ের ক্রীড়ামন্ত্রী। অর্জুনা রানাতুঙ্গার মতো গ্রেটও প্রাই একই কথা বলছিলেন। ফলে নড়ে-চড়ে বসেছিল লঙ্কান ক্রীড়া মন্ত্রণালায়। তদন্তে ডাকা হয়েছিল সে সময়ের অধিনায়ক কুমার সাঙ্গাকারা, আরেক গ্রেট মাহেলা জয়বর্ধনেসহ আরও কয়েকজনকে। তবে মন্ত্রণালায়ের বিশেষ তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়নি বলে কার্যক্রমের ইস্তফা ঘোষণা করেছে। তখন মুখ না খুললেও এখন সাঙ্গাকারা বলছেন, এই তদন্তের ভাল-মন্দ দুটিদিকই রয়েছে, এটা ছিল তার কাছে খুব হতাশাজনক একটা বিষয়। তবে উল্টোদিক থেকে তার মনের মধ্যে একটা আশাবাদ জাগে যে খেলাটার জন্য শেষ পর্যন্ত এটি মঙ্গলও বয়ে আনতে পারে। তদন্ত কর্মকর্তাদের কিছু প্রশ্ন সাঙ্গার জন্য বিব্রতকর কিছু প্রশ্ন হাস্যকর বলেও মনে হয়েছিল।
×