ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

গরিবদের সাহায্য করে করোনা ঠেকানো সম্ভব ॥ জাতিসংঘ

প্রকাশিত: ২৩:২৩, ২৪ জুলাই ২০২০

গরিবদের সাহায্য করে করোনা ঠেকানো সম্ভব ॥ জাতিসংঘ

গরিব মানুষদের সাহায্য করেও করোনাভাইরাস ঠেকানো সম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, উন্নয়নশীল দেশগুলোতে যারা আর্থিকভাবে সচ্ছল না তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। তাদের ঘরে রাখতে তাদের অন্তত চাহিদা পূরণ করা জরুরী বলেও জানায় জাতিসংঘ। খবর বিবিসি অনলাইনের। জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি বলছে, তারা ১৩২টি দেশের ২.৭ বিলিয়ন লোককে ঘরে থাকার জন্য আর্থিক সহায়তা দেবে। চীনের উহান থেকে করোনাভাইরাস ছড়ানোর সাত মাসের মধ্যে বিশ্বজুড়ে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেল। এই সঙ্কট কীভাবে সামাল দেয়া হবে, তা নিয়ে অনেকগুলো দেশ দোলাচালে বিভক্ত হয়ে থাকলেও মহামারী ছড়িয়ে পড়ার গতি আরও তীব্র হয়েছে। শনাক্ত ৩৯ লাখ ১০ হাজারেরও বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি ভাল হওয়ার আগে ‘আরও খারাপ হতে পারে’ বলে সতর্ক করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আক্রান্তের সংখ্যায় শীর্ষ পাঁচটি দেশের মধ্যে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও আছে। এদিকে বিভিন্ন দেশের সরকারী প্রতিবেদনের ওপর ভিত্তি করে করা টালি অনুযায়ী, নতুন সংক্রমণের হার কমার কোন লক্ষণ দেখা দেখা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এক কোটি ৫০ লাখ ৯ হাজার ২১৩ জনে দাঁড়িয়েছে, যা বার্ষিক নথিবদ্ধ হওয়া গুরুতর ইনফ্লুয়েঞ্জা আক্রান্তের অন্তত তিনগুণ; সাত মাসে মৃত্যুর সংখ্যা ছয় লাখ ১৬ হাজার, এটি ইনফ্লুয়েঞ্জায় বার্ষিক মৃত্যুর সর্বোচ্চ সংখ্যার প্রায় কাছাকাছি।
×