ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকংয়ে গণপরিবহনে মাস্ক না পরলে ৫ হাজার হংকং ডলার জরিমানা

প্রকাশিত: ১৩:৫৪, ১৪ জুলাই ২০২০

হংকংয়ে গণপরিবহনে মাস্ক না পরলে ৫ হাজার হংকং ডলার জরিমানা

অনলাইন ডেস্ক ॥ হংকংয়ে কড়াকড়ি, নিয়ম না মানলে বড় জরিমানা করা হচ্ছে। আজ রাত থেকে হংকংয়ে নতুন করে কিছু নিয়মকানুন জারি করা হবে। যেমন গণপরিবহনে মাস্ক পরা এখন বাধ্যতামূলক, না পরলে ৫ হাজার হংকং ডলার জরিমানা। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কোনো রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। এর আগে নিয়মকানুন বা খুব একটা কড়াকড়ি হয়নি এই দেশে।সোমবার যে ৫২ জন রোগী পাওয়া গেছে তার মধ্যে ৪১ জনই স্থানীয়ভাবে সংক্রমিত। এদিকে হংকংয়ে ডিজনিল্যান্ড খোলার এক মাসের মাথায় বন্ধ ঘোষণা করা হয়েছে।হংকংয়ে নতুন করে সংক্রমণ দেখা গেছে। যার দরুণ এর থিম পার্ক ডিজনিল্যান্ড বন্ধ করে দেয়া হচ্ছে। এর আগে জানুয়ারি মাসে এটি বন্ধ করে দেয়া হয়েছিল।১৮ই জুন এটি আবার খুলে দেয়া হয়। আগামীকাল বুধবার থেকে এটি আবারও বন্ধ থাকবে। সুত্র : বিবিসি বাংলা
×