ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের ৮ বাড়ি ভাংচুর ও লুটপাট

প্রকাশিত: ০১:৪০, ৯ জুলাই ২০২০

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের ৮ বাড়ি ভাংচুর ও লুটপাট

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৮ জুলাই ॥ আলফাডাঙ্গার একটি গ্রামে প্রতিপক্ষের হামলায় ৮টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এ সময় হামলাকারীরা একটি বৈদ্যুতিক মিটার ভাংচুর ও একটি এলইডি টেলিভিশন টাকা স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুটপাট করে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা গ্রামে। জানা গেছে, মালা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলীমুজ্জামান সিকদার ও আশরাফুল সর্দারের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটত। তবে আশরাফুল সর্দারের পক্ষে বর্তমানে ওই পক্ষকে নেতৃত্ব দেন কামাল সরদার। তবে এলাকায় এ দুই পক্ষ সিকদার ও সরদার গ্রুপ হিসেবে পরিচিত। শুক্রবার সরদার পক্ষের এক সমর্থক প্রতিপক্ষের হামলার শিকার হন। এর প্রতিক্রিয়া হিসেবে পরদিন শনিবার সকালে শিকদারের এক সমর্থককে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই সংঘর্ষ থামাতে গিয়ে দুই উপ-পরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে তল্লাশি করে ঢাল, সরকিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা এবং অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করে। পঞ্চগড়ে ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পল্লীবিদ্যুতের বিল পরিশোধ করে বাড়ি ফেরা হলো না মতিয়ার রহমানের (৫৫)। ঘাতক ট্রাকের চাপায় মৃত্যু হয়েছে তার। বুধবার দুপুরে বোদা-দেবীগঞ্জ সড়কের বোদার পূর্ব বাইপাস মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তার বাড়ি জেলার বোদা উপজেলার চন্দনবাড়ি ই্উনিয়নের খেড়বাড়ি গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আবু তালেবের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, মতিয়ার রহমান পল্লীবিদ্যুতের বিল পরিশোধের জন্য বোদা পল্লীবিদ্যুত অফিসে যান। বিদ্যুত অফিসে বিল পরিশোধ করে বাইসাইকেলে বাসায় ফেরার পথে বোদা বাইপাস মোড়ে পৌঁছলে দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
×