ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ১৫:৩১, ৮ জুলাই ২০২০

পঞ্চগড়ে করোনায় আক্রান্ত গৃহবধূর মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় এবার এক গৃহবধু যোগ হলেন। এ নিয়ে জেলায় ৪ জন মারা গেলেন। আজ বুধবার সকাল ১০ টায় পঞ্চগড় পৌর এলাকার রাজনগর মহল্লার বাসিন্দা ওই গৃহবধু মারা যান। মৃতের নাম- কুলসুম বেগম (৫০)। তিনি ওই মহল্লার ইসমাইল হোসেন খোকনের স্ত্রী। করোনায় আক্রান্ত গৃহবধু দীর্ঘদিন ধরে কিডনীজনিত রোগে ভুগছিলেন। তিনি নিয়মিত কিডনী ডায়ালাসিসের জন্য রংপুর যাতায়াত করতে হতো। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মৃত কুলসুম বেগম তার ছেলের দ্বারা করোনায় সংক্রমিত হন। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, রংপুরে যে হাসপাতালে ডায়ালাসিস করাতেন সেই হাসপাতাল কর্তৃপক্ষ কুলসুম বেগম করোনায় আক্রান্ত হওয়ার কারণে চিকিৎসা করাতে অপারগতা প্রকাশ করে ঢাকা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অথবা অন্যত্র নেয়ার কথা বলেন। তাই ২৯ জুনের পর আর তাকে রংপুরে নেয়া সম্ভব হয়নি। সদর উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা জানান, দীর্ঘদিনের কিডনী রোগী কুলসুম বেগমের ছেলের করোনা পজিটিভ আসার পর গত ২ জুলাই কুলসুম বেগমের নমুনা সংগ্রহ করা হয়। পরে ৪ জুন তারও করোনা পজিটিভ আসে। তিনি তার ছেলের দ্বারা সংক্রমিত হন বলে তিনি জানান। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী বলেন, স্বাস্থ্যবিধি মেনে বিশেষ সতর্কতার সংগে ওই গৃহবধুর দাফন সম্পন্ন করা হয়। .
×