ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় মস্তিষ্ক খেকো বিরল এ্যামিবায় আক্রান্ত ১

প্রকাশিত: ২১:০৪, ৭ জুলাই ২০২০

ফ্লোরিডায় মস্তিষ্ক খেকো বিরল এ্যামিবায় আক্রান্ত ১

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে মস্তিষ্ক খেকো বিরল এ্যামিবায় আক্রান্ত এক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হিলসবোরো কাউন্টির এক অধিবাসী নায়েগ্লেরিয়া ফাওলেরি নামের ওই ক্ষতিকর এ্যামিবায় আক্রান্ত হয়েছেন। এরই মধ্যে ওই এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট। সাধারণত যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এ এ্যামিবায় আক্রান্ত হতে দেখা গেলেও ফ্লোরিডার ক্ষেত্রে তা বিরল। সেখানে ১৯৬২ সাল থেকে এ পর্যন্ত এমন ৩৭টি ঘটনা দেখা গেছে। ১৯৬০ সালে অস্ট্রেলিয়ার একটি হ্রদের পানিতে প্রথম এই মস্তিষ্কখেকো এ্যামিবাদের সন্ধান মিলেছিল। দ্রুত কোষ বিভাজন করে এ্যামিবারা। সেজন্য বট ওয়াটার লেক বা উষ্ণ প্রস্রবণগুলোতে এদের দেখা মেলে অনেক বেশি। শিল্পাঞ্চলের কাছাকাছি এলাকায়, দূষিত পানিতেও দেখা মেলে এদের।
×