ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

স্বাভাবিক অবস্থায় ফিরছে সৌদি আরব

প্রকাশিত: ০০:২৪, ২৩ জুন ২০২০

স্বাভাবিক অবস্থায় ফিরছে সৌদি আরব

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মধ্যপ্রাচ্যেও দেশ সৌদি আরব জারি করা কার্ফু তুলে নিয়েছে। রবিবার স্থানীয় সময় সকাল থেকে দেশটিতে থেকে কার্ফু তুলে নেয়া হয়। এমনকি ব্যবসা-বাণিজ্যের ওপর থেকেও বিধিনিষেধ তুলে নেয়া হয়েছে। তবে কার্ফু প্রত্যাহার করা হলেও অন্যান্য বিধিনিষেধ বহাল থাকছে। বিবিসি। সৌদি কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে প্রায় তিন মাসের লকডাউন শেষে দেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। দেশটির রাস্তাঘাটে ফের প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, কার্ফু আর থাকছে না। সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। তবে বিদেশী ভ্রমণকারী ও হজযাত্রীদের সৌদি আরবে আসার ব্যাপারে আগের বিধিনিষেধ বহাল থাকবে।
×