ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

টানা অষ্টম শিরোপা বায়ার্নের

প্রকাশিত: ১০:১২, ১৭ জুন ২০২০

টানা অষ্টম শিরোপা বায়ার্নের

অনলাইন ডেস্ক ॥ টানা আট বার বুন্দেসলিগা খেতাব জিতল বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ হারানোর পরেই বায়ার্নের ফের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়। লিগ শিরোপা নিশ্চিত করা একমাত্র গোলটি আসে ম্যাচের ৪৩ মিনিটের মাথায়। জেরোমে বোয়েটাংয়ের উঁচু করে বাড়ানো বল প্রতিপক্ষের ডি-বক্সে বুক দিয়ে নামিয়ে ডান পায়ের কোনাকুনি শটে জালে জড়ান পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। এটি এই তারকা ফুটবলারের চলতি বুন্দেসলিগায় ৩১ তম গোল। আর সব প্রতিযোগিতা মিলিয়ে ৪০ ম্যাচে ৪৬টি। ম্যাচে আর দুই দলের কোনো খেলোয়াড় বল জালে জড়াতে না পারায় বায়ার্ন ১-০ স্কোরলাইনের জয় নিয়ে শিরোপা উৎসবে মেতে ওঠে। ম্যাচের শেষ দিকে অবশ্য বিপদে পড়ে গিয়েছিল বায়ার্ন। আলফোনসো ডেভিস লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়। তার পরেও অবশ্য মানুয়েল নয়্যারদের হাত থেকে জয় ছিনিয়ে নিতে পারেনি ব্রেমেনের ফুটবলারেরা। বুন্দেসলিগার পরে বায়ার্নের সামনে এবার জার্মান কাপ জিতে দ্বিমুকুট দখলের সুযোগও থাকছে। ৪ জুলাই ফাইনালে তাদের সামনে বায়ার লেভারকুসেন।
×