ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক বিশ্বকাপ জার্সি নিলামে তুলছেন আশরাফুল

প্রকাশিত: ২৩:৩৬, ১৪ জুন ২০২০

ঐতিহাসিক বিশ্বকাপ জার্সি নিলামে তুলছেন আশরাফুল

মোঃ মামুন রশীদ ॥ গত মাসে ক্রিকেটারদের বিভিন্ন প্রিয় সামগ্রী নিলামে তোলার হিড়িক পড়ে গিয়েছিল। করোনাভাইরাসের প্রভাবে দেশের অসহায় মানুষদের সহায়তার জন্য তহবিল গড়ার লক্ষ্যেই এই নিলাম শুরু হয়েছিল অনলাইনে ‘অকশন ফর এ্যাকশন’ ফেসবুক পেজের মাধ্যমে। শুরুটা করেছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিজের ব্যাট সাকিব আল হাসান নিলামে তোলার পর। আর সবার মতো মোহাম্মদ আশরাফুলও তার কিছু অবিস্মরণীয় কীর্তির স্মৃতি বহন করা ক্রিকেট সামগ্রী নিলামে তুলতে চেয়েছিলেন। কিন্তু মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরির ব্যাটের নিলামে ভুয়া ‘বিড’ আসতে থাকে। এরপর আশরাফুল আর নিলামে তোলেননি তার ব্যাট। তবে এবার নতুন করে দেশের দরিদ্র মানুষ ও অসহায় সংস্কৃতি শিল্পীদের সহায়তা করতে নিলামে আসছেন আশরাফুল। আগামী ১৯ জুন রাত ৮টা থেকে ‘বাংলাদেশ আর্ট উইক ভার্চুয়াল চ্যারিটি’ আশরাফুলের ২০০৭ বিশ্বকাপের জার্সি নিলামে তুলবে। আশরাফুলের এই জার্সিতে তৎকালীন হেড কোচ ডেভ হোয়াটমোরসহ ২০০৭ বিশ্বকাপ দলের সদস্যদের স্বাক্ষর আছে। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এই জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছেন আশরাফুল। বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার এবং পোস্টারবয় আশরাফুল। অনেকগুলো রেকর্ড তিনি গড়েছিলেন। যার মধ্যে অন্যতম সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট সেঞ্চুরি। সেই রেকর্ডটি এখনও বিশ্বরেকর্ড হিসেবে অম্লান। নানা রেকর্ড আর স্মরণীয় ইনিংস উপহার দিয়ে বাংলাদেশের সব মানুষের হৃদয়ে যেমন ঠাঁই করে নিয়েছেন, তেমনি বিশ্বব্যাপিই জনপ্রিয়তা দিয়েছে তাকে। অনেক স্মরণীয় কীর্তির মধ্যে ২০০৭ বিশ্বকাপেও তার কীর্তিতে বাংলাদেশ দল পায় দারুণ সাফল্য। ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে প্রথমবার গ্রুপপর্ব অতিক্রম করে সুপার এইট পর্বে উঠেছিল বাংলাদেশ দল। ভারতকে হারিয়ে তাদের বিদায় করে দিয়েছিল টুর্নামেন্ট থেকে। আর সুপার এইটে শক্তিধর দল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে আলোড়ন তুলেছিল টাইগাররা। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে প্রোটিয়াদের ৬৭ রানে পরাস্ত করে বাংলাদেশ। সেই ম্যাচে আশরাফুল ছিলেন বিধ্বংসী। তিনি ৫ নম্বরে ব্যাট করতে নেমে ৮৩ বলে ১২ চারে ৮৭ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন। দলীয় ৮৪ রানেই ৪ উইকেট হারানো বাংলাদেশ তার সেই দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ২৫১ রানের লড়াকু পুঁজি পায়। শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশই। সেই ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ম্যাচও হয়েছিলেন আশরাফুল। এবার বিশ্বকাপের সেই জার্সিটাই নিলামে তুলছেন আশরাফুল। ১৯ জুন রাত ৮টা থেকে শুরু হবে নিলাম। আর এই নিলামে অংশ নিতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে। রেজিস্ট্রেশনের মাধ্যমে ভুয়া দর হাঁকানো মানুষদের খপ্পর থেকে বাঁচা সম্ভব হবে এমনটাই আশা করছেন আশরাফুল। এই জার্সিতে তখনকার কোচ হোয়াটমোর, অধিনায়ক হাবিবুল বাশার সুমনসহ দলের বাকি সব সদস্যের স্বাক্ষর নিয়েছিলেন আশরাফুল।
×