ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনুস খান

প্রকাশিত: ০০:০০, ১০ জুন ২০২০

পাকিস্তানের ব্যাটিং কোচ ইউনুস খান

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের হয়ে প্রথম ও এখন পর্যন্ত একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ১০ হাজার রানের অনন্য কীর্তি গড়া ইউনুস খানকে দেশটির জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে। আসন্ন ইংল্যান্ড সফরে আজহার আলি, বাবর আজমদের নিয়ে কাজ করবেন দলটির সাবেক অধিনায়ক। তার পাশাপাশি সাবেক স্পিনার মুশতাক আহমেদকে এই সফরের জন্য স্পিন বোলিং কোচ ও পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে। পাকিস্তান দলের পারফর্মেন্সের উন্নতির স্বার্থে এবং প্রধান কোচ মিসবাহ উল হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুসের কাজকে সহজ করে তোলার জন্য ইউনুস ও মুশতাককে কোচিং প্যানেলে যুক্ত করার কথা জানিয়েছে পিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) উল্লেখ করেছে, আগামী অগাস্ট-সেপ্টেম্বরে তিন টেস্ট ও তিন টি২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল এবং পূর্ণাঙ্গ সূচী পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন ইউনুস। ১৭ বছরেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে ১১৮ টেস্ট খেলে ৫২.০৫ গড়ে ১০,০৯৯ রান করেন তিনি। সাদা পোশাকে ১১টি দেশের মাটিতে সেঞ্চুরি করার অনন্য রেকর্ডও তার দখলে। ইংল্যান্ডের কন্ডিশনে ইউনুস ছিলেন দুর্দান্ত। সেখানে ৯ টেস্টের ১৬ ইনিংসে ৫০.৬২ গড়ে ৮১০ রান করেন তিনি। ব্যাটিং কোচের দায়িত্ব পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ইউনুস, ‘আমার কাছে দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে সম্মানজনক আর কিছু হতে পারে না। এরচেয়ে ভাল অনুভূতি কখনই পাইনি। ইংল্যান্ডের মতো চ্যালেঞ্জিং কিন্তু উত্তেজনাপূর্ণ একটা সফরে কাজ করার সুযোগ দেয়ায় আমি সম্মানিত বোধ করছি।’
×