ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে খুলতে শুরু করেছে অফিস মল রেস্তরাঁ

প্রকাশিত: ২১:২৬, ৭ জুন ২০২০

ভারতে খুলতে শুরু করেছে অফিস মল রেস্তরাঁ

ভারতে করোনাভাইরাস শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ও মৃত্যু প্রতিদিনই নতুন রেকর্ড গড়ার মধ্যেই সবকিছু আবার সচল হচ্ছে। ৮ জুন সোমবার থেকে খুলে যাচ্ছে সব ধরনের অফিস, শপিংমল, উপাসনালয় এবং রেস্তরাঁ। ভারতে গত তিনমাসের মধ্যে যে কোন সময়ের চেয়ে এ সময়টিতেই করোনাভাইরাস সংক্রমণের দৈনিক হার দ্রুত বাড়ছে। শুক্রবারও এর ব্যতিক্রম দেখা যায়নি। খবর এনডিটিভি অনলাইনের। বৃহস্পতিবার শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ৩০৪ জন। শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৯ হাজার ৮৫১ জন। একদিনে সংক্রমণের এ সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে ভারতে মোট কোভিড-১৯ শনাক্ত হওয়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৭৭০ জনে। করোনাভাইরাসে মৃত্যু উদ্বেগজনকহারে বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৭৩ জনের। একদিনে মৃত্যুর হিসাবে এ সংখ্যা সর্বোচ্চ। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৮ জনে। করোনাভাইরাস ঠেকাতে গত মার্চ থেকে জারি করা দীর্ঘ লকডাউনে ধসেপড়া অর্থনীতি সচল করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন সবকিছু সচল করে দিয়ে লোকজনকে কাজে ফেরাচ্ছেন। তবে ভাইরাস নিয়ন্ত্রণে রাখতে সরকার জারি রাখছে কঠোর স্বাস্থ্যবিধি। এ ব্যাপারে কিছু নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হচ্ছে, অফিস চালু হলেও থাকবে নির্দিষ্ট কর্মঘণ্টা। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র চালাতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রী সেন্টিগ্রেড তাপমাত্রায়। আপেক্ষিক আর্দ্রতার মাত্রা থাকবে ৪০% থেকে ৭০% এর মধ্যে।
×