ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক রুবেলের অপরাধে আরেক রুবেল জেলে, ব্যবস্থা নিন ॥ হাইকোর্ট

প্রকাশিত: ০১:৩৪, ৪ জুন ২০২০

এক রুবেলের অপরাধে আরেক রুবেল জেলে, ব্যবস্থা নিন ॥ হাইকোর্ট

স্টাফ রিপোর্টার ॥ চাঁপাইনবাবগঞ্জে এক রুবেলের অপরাধে আরেক রুবেলের জেলে থাকার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই নির্দেশ দেয়া হয়েছে। অন্যদিকে দুর্নীতির মামলায় সিলেটের সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক পার্থ গোপাল বণিককে জামিন দেননি হাইকোর্ট। বুধবার হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। চাঁপাইনবাবগঞ্জে এক রুবেলের অপরাধে আরেক রুবেলের জেলে থাকার ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে এলে বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একটি জাতীয় দৈনিকে ‘এক রুবেলের বদলে জেলে আরেক রুবেল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের বিষয়টি আদালতের নজরে আনেন সুপ্রীমকোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। পরে আদালত বিষয়টি নজরে নিয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
×