ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তালতলীতে জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত-২০

প্রকাশিত: ২০:৫৮, ৩ জুন ২০২০

তালতলীতে জমি দখল নিয়ে সংঘর্ষ ॥ আহত-২০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ জুন ॥ তালতলী উপজেলার মৌরুবি গ্রামে জমির দখল নিয়ে দুইপক্ষের সংষর্ঘে ২০ জন আহত হয়েছে। আহতদের আমতলী ও পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে সোমবার রাতে। জানা গেছে, উপজেলার মৌরুবি গ্রামের মৃত্যু মজিদ মুন্সি ৫০ বছর পূর্বে অংসিদ রাখাইনের ২৪ একর জমি নিলামসূত্রে ক্রয় করে। ওই জমি মুজিদ মুন্সির ছেলে খলিলুর রহমান মুন্সি, জামাল মুন্সিসহ ছয় ভাই ভোগদখল করে আসছে। সোমবার রাতে সোবাহানপাড়া গ্রামের জাহাঙ্গীর জোমাদ্দার ৬০-৭০ জন ভাড়াটে লোকজন গিয়ে ওই জমি দখলের জন্য ঘর নির্মাণ করে। এ সময় খলিলুর রহমান মুন্সি ও তার লোকজন ঘর নির্মাণে বাধা দেয়। এক পর্যায় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দু’পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে রাসেল, কামাল মুন্সি, জয়নাল মুন্সি, জাকিয়া, শাহিনুর, শিমুল, নিজামউদ্দিন, ফারুক জোমাদ্দার, মহিবুল্লাহ, আবদুল হাইকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাসেল, কামাল মুন্সি, জাকিয়া ও শাহিনুরকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাতক্ষীরায় কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় এক কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া গ্রামের আতিয়ার রহমান সরদারের পুকুর থেকে আহসান হাবিব নুরুজ্জামান (২০) নামের এই কলেজ ছাত্রের মৃতদেহ উদ্ধার করে শ্যামনগর থানা পুলিশ। এর আগে সোমবার রাত থেকে সে নিখোঁজ হয়। আহসান হাবিব পাশর্^বর্তী গ্রামের বাক প্রতিবন্ধী আমিরুল ইসলাম সরদারের দুই ছেলের মধ্যে বড়। পারিবারিক অসচ্ছলতার কারণে হাবিব নিজে রিক্সা চালিয়ে খুলনার বঙ্গবন্ধু কলেজের একাদশ শ্রেণীতে লেখাপড়া করত। মৃতদেহ উদ্ধারের সময় তার পরনে জিন্সের প্যান্ট ও ফুলহাতা টি-শার্ট ছিল। মৃতের চাচা শোয়েব আক্তার জানান সোমবার সন্ধ্যার পর থেকে হাবিবকে সাধুর হাটখোলা এলাকায় গল্প করতে দেখা গেছে। রাত নয়টার দিকে ভাত খাওয়ার কথা বলে আহসান হাবিব বাড়ির উদ্দেশে রওনা হয়। কিন্তু রাতে বাড়িতে না ফেরায় আশপাশে খোঁজাখুঁজি করেও রাতে তার কোন খোঁজ মেলেনি। হাতিয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার নিজস্ব সংবাদদাতা হাতিয়া থেকে জানান, নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সন্নিকটে মেঘনা নদী থেকে মঙ্গলবার সকালে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ। জানা যায়, মঙ্গলবার সকালে মেঘনা নদীতে লাশটি ভেসে যাচ্ছে দেখে জেলেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানান নলের চর পুলিশ ক্যাম্পের ইনচার্জ তদন্ত কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
×