ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নতুন করে নীলফামারীতে ১৭ করোনা রোগী শনাক্ত

প্রকাশিত: ১২:৩৫, ২ জুন ২০২০

নতুন করে নীলফামারীতে ১৭ করোনা রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ নীলফামারী জেলায় নতুন করে আরো ১৭ জনের করোনা সংক্রমণ পজেটিভ শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন জানান এ নিয়ে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়াল ১৪৭ জনে। জেলা স্বাস্থ্যবিভাগ সূত্র জানায়, ৯৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় গত ২৮ মে। সেখান থেকে গতকাল সোমবার রাতে ১৭ জনের করোনা পজেটিভের খবর তথ্য আসে। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে জলঢাকা উপজেলায় একই পরিবারের স্বামী স্ত্রী সহ ৭ জন, সৈয়দপুর উপজেলায় ৫ জন, ডোমার উপজেলায় স্বামী স্ত্রী সহ ৪ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ১ জন। সুত্র মতে নতুন করে আক্রান্তদের মধ্যে সৈয়দপুরের এক যুবকের নমুনার রির্পোট আসার একদিন আগে দুপুরে মৃত্যু বরণ করে। এ ছাড়া নতুন শনাক্তদের মধ্যে সৈয়দপুরে ১ জন ও ডোমারে ১ জন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এর আগে গত ৩০ মে ডোমারের ১ জন ও জলঢাকা উপজেলার ১ জন তাদের বাড়ি থেকে পালিয়ে যায়। সুত্র মতে নীলফামারী জেলার ৬ উপজেলায় করোনা পজেটিভ রোগী ১৪৭ জনের মধ্যে জেলা সদরে ৫৩, ডোমারে ২৩, ডিমলায় ১৭, জলঢাকায় ২০, কিশোরীগঞ্জে ১১, সৈয়দপুরে ২৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫১ জন। মারা গেছেন ৪ জন।
×