ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বেলজিয়ামের যুবরাজ করোনা আক্রান্ত

প্রকাশিত: ২২:০৪, ১ জুন ২০২০

বেলজিয়ামের যুবরাজ করোনা আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ স্পেনে পার্টিতে অংশ নিয়ে এবার করোনায় আক্রান্ত হলেন বেলজিয়ামের যুবরাজ। আর আফ্রিকার দেশ রুয়ান্ডায় করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। পাকিস্তানে করোনা রোগী বেড়ে যাওয়ায় মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ভারতে প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ডহারে বাড়ছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে মন্টেনিগ্রো করোনামুক্ত হয়েছে। শুধু করোনায় মৃত্যুর সংখ্যা এক লাখ ৬০ হাজার ছাড়িয়েছে। রাশিয়ায় ২৪ ঘণ্টায় ৯ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে শনাক্ত ৩৩ হাজার হয়েছে। পেরুতে একদিনেই আক্রান্ত হয়েছে ৭ হাজারের বেশি মানুষ। করোনার ‘নতুন কেন্দ্র’ লাতিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এশিয়ার দেশ থাইল্যান্ড করোনা জয় করেছে। গত পাঁচ মাসে সেখানে আক্রান্ত তিন হাজার ৮১। মারা গেছে ৫৭ জন। তুরস্ক এক জুন থেকে লকডাউন শিথিল করতে যাচ্ছে। সিএনএন, বিবিসি, গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, এনডিটিভি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটারের। সারাবিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬২ লাখ ১৮ হাজার ৯২৭ জনে দাঁড়িয়েছে। মারা গেছে তিন লাখ ৭২ হাজার ৩৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখ ৭৬ হাজার ২৫০ জন। এ্যাক্টিভ কেস রয়েছে ৩০ লাখ ৬০ হাজার ৪৪৮। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৫৩ হাজার ৪৮১। রবিবার দিনের শুরুতে বিশ্বের বিভিন্ন দেশের সরকারী হিসাব মতো নতুন করে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ২৮৫ জন। মারা গেছেন ৯৫৯ জন। ভারতে আরও ১৯৩ মৃত্যু ॥ ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা এক লাখ ৮২ হাজার ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে ২৪ ঘণ্টায় আট হাজার ৩৮০ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত অনুযায়ী, এতে ভারতজুড়ে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৮২ হাজার ১৪৩ জনে দাঁড়িয়েছে। নতুন করে আরও ১৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা পাঁচ হাজার ১৮৫ জনে দাঁড়িয়েছে। রুয়ান্ডায় প্রথম মৃত্যু ॥ আফ্রিকার পূর্ব-মধ্যাংশের দেশ রুয়ান্ডায় করোনায় আক্রান্ত হয়ে শনিবার প্রথম একজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সংক্রমিত হয়ে মারা যাওয়া ব্যক্তির বয়স ৬৫ বছর। তিনি পেশায় একজন গাড়িচালক। সম্প্রতি প্রপতিবেশী দেশ থেকে ফিরেছেন, যেখানে তিনি থাকতেন। মাস্ক পরা বাধ্যতামূলক পাকিস্তানে ॥ করোনাভাইরাসের সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় পাকিস্তানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। স্থানীয় সংক্রমণের হার ৯২ শতাংশ পৌঁছে যাওয়ায় প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ডাঃ জাফর মির্জা ও ডাঃ মুঈদ ইউসুফ এক প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। ডাঃ মির্জা বলেন, ৯২ শতাংশ স্থানীয় সংক্রমণের খবর পাওয়া গেছে। প্রথম করোনামুক্ত দেশ মন্টেনিগ্রো ॥ ইউরোপের প্রথম দেশ হিসেবে নিজেদের ‘করোনামুক্ত’ ঘোষণা করল মন্টেনিগ্রো। টানা ২৫ দিন নতুন করে রোগী শনাক্ত না হওয়ায় এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। মন্টেনিগ্রো প্রথম রোগী শনাক্তের ৬৯ দিন পর এই ঘোষণা দিল। বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নোভেল করোনা সামলাতে যখন বিশ্বের সব দেশকে হিমশিম খেতে হচ্ছে তখন কোভিড-১৯ মহামারী প্রতিরোধে নিজেদের সাফল্যের জানান দিল বলকান অঞ্চলে আড্রিয়াটিক সাগরের পূর্ব উপকূলের ছোট্ট এই দেশ। বেলজিয়ামের যুবরাজ করোনা আক্রান্ত ॥ স্পেনে লকডাউন চলাকালীন এক পার্টিতে যোগ দিয়ে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন বেলজিয়ামের যুবরাজ জোয়াচিম (২৮)। তিনি বেলজিয়ামের রাজা ফিলিপের ভাজিতা। শনিবার দেশটির গণমাধ্যম জানায়, স্পেনের রাজপ্রাসাদ নিশ্চিত করেছে যে, জোয়াচিম গত ২৬ মে ইন্টার্নশিপের জন্য বেলজিয়াম থেকে স্পেন গিয়েছিলেন। তার দুই দিন পরে তিনি দক্ষিণ স্পেনের কর্ডোবা শহরে একটি পার্টিতে যোগ দেন। এরপরই তার শরীরে কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। ওই পার্টিতে অংশ নিয়েছিলেন ২৭ জন। পার্টিতে যারা অংশ নিয়েছিলেন, তাদের সবাইকেই সঙ্গনিরোধে থাকতে বলা হয়েছে। কর্ডোবার লকডাউন নিয়মের অনুযায়ী, ১৫ জনের বেশি লোকের সমাগম হওয়া বা পার্টির করার অনুমতি নেই। স্প্যানিশ পুলিশ বিষয়টি নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। লকডাউন বিধি-নিষেধ লঙ্ঘনের প্রমাণ পেলে তাদের ১০ হাজার ইউরো জরিমানা করা হতে পারে। কর্ডোভায় স্পেন সরকারের প্রতিনিধি রাফায়লো ভ্যালেনজুয়েলা এই পার্টি করার জন্য নিন্দা জানিয়েছেন এবং যারা উপস্থিত ছিলেন তাদের দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। পেরুতে একদিনেই সাত হাজারের বেশি আক্রান্ত ॥ লাতিন আমেরিকার দেশ পেরুতে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে একদিনেই নতুন করে ৭ হাজার ৩৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
×