ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে করোনা নতুন সনাক্ত আটজন

প্রকাশিত: ১৫:৩৭, ২৭ মে ২০২০

খাগড়াছড়িতে করোনা নতুন সনাক্ত আটজন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে বেড়েই চলেছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৮জন করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৯ জন। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সিভিল সার্জন ডাক্তার নুপুর কান্তি দাশ। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৪ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। অপরদিকে খাগড়াছড়ির মানিকছড়িতে করোনা উপসর্গ নিয়ে মৃত নারীর দাফন সম্পন্ন হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মীরা মঙ্গলবার রাত ১০টার দিকে মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করার পর ইসলামী ফাউন্ডেশনের উদ্যেগে স্বেচ্চাসেবী দল স্বাস্থ্যবিধি অনুসরণ করে মৃত ব্যক্তির লাশ দাফন করে। একই সাথে মৃত ব্যক্তির বাড়ী লকডাউন করেছে প্রশাসন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৯ মে ঐ নারী গার্মেন্টস কর্মী গোপনে মানিকছড়ি উপজেলার ৩ নং যোগ্যাছোলা গ্রামের বাড়িতে ফেরার পর থেকে সর্দি,কাশি,জ্বর ও গলা ব্যাথায় ভুগছিলো। অবশেষে মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়। পারিবারিক ভাবে লাশ দাফনের চেষ্টা করলে গ্রামবাসী বিষয়টি প্রশাসনকে অবহিত করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।
×