ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আজ থেকে হালদার রেণু বিক্রি শুরু

প্রকাশিত: ১৯:০৯, ২৬ মে ২০২০

আজ থেকে হালদার রেণু বিক্রি শুরু

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর রেণু বিক্রি আজ (মঙ্গলবার) হতে শুরু হয়েছে। এ রেণু কিনতে সকাল থেকে ক্রেতারা হালদা পাড়ের বিভিন্ন হ্যাচারীতে ভীড় করেছেন। হাটহাজারী উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে, রেণুর মূল্য গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে। যারা নার্সারি/চাষ করতে আগ্রহী তারা রেণু পোনা সংগ্রহ করতে পারবেন। পরিবহনে কোন সমস্যা নেই। উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর থেকে প্রত্যায়ন দেয়া হচ্ছে ও মন্ত্রণালয়ের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী দেশের যে কোনো প্রান্তে রেণু পোনা পরিবহন করা যাবে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জনকন্ঠকে জানান, সকাল থেকে প্রতি কেজি রেণু ৭০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ করা যেতে পারে যে, গেল ২৩ মে এ প্রজনন ক্ষেত্রে বজ্রবৃষ্টি ও মেঘের গর্জন বিহীন পরিবেশে ডিম ছাড়ে। ঐদিন দেড় দশকের রেকর্ড ভঙ্গ করে ২৫ হাজার ৫'শ ৩৪ কেজি ডিম সংগ্রহ করা হয়। গেল ৩/৪ দিন প্রক্রিয়াজাত করে ডিম থেকে রেণু ফুটানো হয়।
×