ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিমের সঙ্গে লাইভ আড্ডায় মিরপুরে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি নিয়ে উইলিয়ামসনের অনুভূতি

বিপিএল খেলতে আগ্রহী নিউজিল্যান্ড অধিনায়ক

প্রকাশিত: ০০:১১, ২২ মে ২০২০

বিপিএল খেলতে আগ্রহী নিউজিল্যান্ড অধিনায়ক

মোঃ মামুন রশীদ ॥ ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক বাংলাদেশের মাটিতে হাঁকিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটেই সেটি ছিল কেন উইলিয়ামসনের প্রথম সেঞ্চুরি। কিন্তু তার ১০৮ রানের ইনিংসটিও বাঁচাতে পারেনি নিউজিল্যান্ডকে, সিরিজের চতুর্থ ওয়ানডেতে ৯ রানে জিতে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছিল স্বাগতিক বাংলাদেশ। ২০১০ সালের অক্টোবরের সেই স্মৃতিটা মনে করলেন নিউজিল্যান্ড ওয়ানডে দলের বর্তমান এ অধিনায়ক বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হওয়া ওপেনার তামিম ইকবালের ফেসবুক লাইভে যোগ দিয়ে। এ সময় উইলিয়ামসন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসরেও খেলার আগ্রহ প্রকাশ করেন। ২০১০ সালে সবেমাত্র নিউজিল্যান্ডের জার্সিতে যাত্রা শুরু করেছেন উইলিয়ামসন। ৪ ওয়ানডে খেলার অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন ড্যানিয়েল ভেট্টরির নেতৃত্বে। অবশ্য সিরিজের প্রথম ৩ ওয়ানডেতে নামার সুযোগ পাননি, নিউজিল্যান্ডকে ২ ম্যাচেই হারিয়ে ২-০ ব্যবধানে (একটি পরিত্যক্ত হয়) এগিয়ে যায় বাংলাদেশ। চতুর্থ ওয়ানডেতে একাদশে সুযোগ পেয়ে যান উইলিয়ামসন। অধিনায়ক সাকিব আল হাসানের ১০৬ রানের পরও ৪৮.১ ওভারে ২৪১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেদিন সিরিজ বাঁচানোর লড়াই কিউইদের। বোলারদের সাফল্যের পর ব্যাট করতে নেমে চরম বিপদে পড়ে যায় সফরকারীরা। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার তাদেরই মাটিতে ব্যাট হাতে নেমে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন। প্রায় একাই জিতিয়ে দিচ্ছিলেন নিউজিল্যান্ডকে। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিটি হাঁকান এদিন। তিনি ১৩২ বলে ৬ চার, ২ ছক্কায় ১০৮ রানের দারুণ এক ইনিংসও খেলেন। কিন্তু শফিউল ইসলামের বলে তিনি সাজঘরে ফেরার সঙ্গে সঙ্গে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে গেছে ৪৯.৩ ওভারে ২৩২ রানে। সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে উইলিয়ামসন বলেন, ‘অনেক কঠিন সফর ছিল। প্রথমবার বাংলাদেশে গিয়ে অনেক গরমে আমার বেশ সমস্যা হয়েছিল। কয়েকবার শরীরে খিঁচুনিও ধরেছে। কিন্তু পেশাদার ক্রিকেটারদের এসব বিষয়গুলো মানিয়ে নিয়েই চলতে হয়। আর যে সমর্থনটা তোমরা পাচ্ছিলে, সেটাই বিপক্ষে খেলাটাও কঠিন ছিল।’ বাংলাদেশের প্রথম সফরের স্মৃতিটা ক্যারিয়ারের শুরুতে কষ্টের ছিল উইলিয়ামসনের। কারণ নিউজিল্যান্ড দল সেবার ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়। এরপরেও এসেছেন বাংলাদেশে। এখন সুযোগ পেলে এমনকি বিপিএলেও খেলতে চান তিনি। অবশ্য এ ব্যাপারে তামিম নিজে থেকেই আগে কিউই অধিনায়ককে বলেছিলেন। তার জবাবে এ বিষয়ে উইলিয়ামসন বলেন, আমি খুবই আগ্রহী। সময় বের করতে পারলে অবশ্যই চাইব বিপিএল খেলতে। এখানে দারুণ প্রতিযোগিতা হয়। অনেক ভাল কিছু বিষয় আছে এই টুর্নামেন্টের। দেখা যাক কী হয়।’ এর আগে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকেও বিপিএল খেলতে আমন্ত্রণ ানিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম। ইতিবাচক সাড়া দেন প্লেসিসও। এবার উইলিয়ামসনও তেমনটাই জানালেন।
×