ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জলকথা প্রকাশের পান্ডুলিপি আহ্বান

প্রকাশিত: ২১:২২, ১৮ মে ২০২০

জলকথা প্রকাশের পান্ডুলিপি আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নবীন লেখকদের সাহিত্যচর্চার বিকাশে ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা জলকথা প্রকাশ। সারাদেশের তরুণদের বই প্রকাশে ‘জলকথা পান্ডুলিপি পুরস্কার ২০২১’-এর ঘোষণা দিয়েছে প্রকাশনা প্রতিষ্ঠানটি। সারাদেশ থেকে পাওয়া পান্ডুলিপিগুলোর মধ্য থেকে সেরা কয়েকটি পা-ুলিপি নিজেদের অর্থায়নে আগামী বইমেলায় প্রকাশ করবে প্রতিষ্ঠানটি। বাংলা সাহিত্যের চারটি মৌলিক শাখায় এই পান্ডুলিপি আহ্বান করা হয়েছে। চারটি সেরা পান্ডুলিপিসহ মোট ৪৪টি পান্ডুলিপির লেখককে পুরস্কৃত করবে জলকথা। আগামী ২০ আগস্টের মধ্যে [email protected] এই মেইলে পান্ডুলিপি পাঠাতে হবে। জলকথা প্রকাশের প্রকাশক সেলিম আহমেদ জনকণণ্ঠকে জানান, সাহিত্যের যেকোন দুটি বিভাগ থেকে একটি করে পা-ুলিপি পাঠানো যাবে। সৃজনশীল সাহিত্য শাখার অন্তর্ভুক্ত রয়েছে গল্প, উপন্যাস, নাটক, রম্যগল্প, ছড়া ও কবিতা। মননশীল সাহিত্য শাখায় রয়েছে গবেষণা, প্রবন্ধ, জীবনী, ভ্রমণ, মুক্তিযুদ্ধ, ইতিহাস ও ফিচার। কিশোর সাহিত্য শাখায় থাকবে কিশোর উপন্যাস, কিশোর কবিতা, গল্প, বিজ্ঞান, সায়েন্স ফিকশন, রহস্য উপন্যাস, ডিটেকটিভ, হরর ও ফিচার। শিশু সাহিত্য শাখায় রয়েছে ছড়া, রূপকথা, উপকথা, গল্প, কমিক্স ও ভূতের গল্প। প্রত্যেক বিভাগ থেকে সেরা একটি করে মোট চারটি পান্ডুলিপি জলকথার নিজস্ব বিনিয়োগে প্রকাশ করা হবে। এছাড়া প্রত্যেক বিভাগ থেকে ‘সেরা ১০ পান্ডুলিপি’ নির্বাচন করা হবে। যা লেখক-প্রকাশক বিনিয়োগ অংশীদারিত্বে প্রকাশ করা হবে। সেরা ১০ পান্ডুলিপিসহ ৪টি বিভাগ থেকে মোট ৪৪ জন নির্বাচিত লেখককে অনুষ্ঠানের মাধ্যমে স্মারক, সনদ ও নিজ নিজ বইয়ের প্রচ্ছদ অঙ্কিত মগ প্রদান করা হবে। প্রকাশিত বইয়ের স্বত্ব লেখকের নামে সংরক্ষিত থাকবে।
×