ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে মনমোহন সিং

প্রকাশিত: ২২:১০, ১২ মে ২০২০

হাসপাতালে মনমোহন সিং

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে রাজধানী নয়াদিল্লীর অল-ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুকে ব্যথা শুরু হওয়ার পর রবিবার রাতে ওই হাসপাতালের কার্ডিও-থোরাসিক ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। রবিবার রাত পৌনে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করানোর পর কংগ্রেসের বর্ষীয়ান এই নেতা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়ার প্রয়োজন হয়নি। ভারতের দুইবারের প্রধানমন্ত্রী ৮৭ বছর বয়সী মনমোহন সিং দীর্ঘদিন ধরেই হৃদরোগে ভুগছেন। -এনডিটিভি ভারতে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালু প্রায় ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ধাপে ধাপে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। ভারতজুড়ে লকডাউন শেষ হওয়ার পাঁচ দিন আগেই মঙ্গলবার থেকে প্রথম ধাপে সীমিত পরিসরে ফের যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে রবিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়। এনডিটিভি। ২৫ মার্চ দেশজুড়ে লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ থাকা যাত্রী পরিবহন ১৫টি ‘বিশেষ’ ট্রেনের মাধ্যমে শুরু করা হবে। রেলওয়ের বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে টিকেট বুকিং দেয়া শুরু হয়েছে। শুধু ইন্ডিয়ান রেলওয়ে কেইটারিং এ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) ওয়েবসাইট অথবা মোবাইল এ্যাপের মাধ্যমে টিকেট বুকিং দেয়া হচ্ছে। এজেন্টের মাধ্যমে কোন টিকেট বুকিং দেয়া হচ্ছে না।
×