ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে দিনে এক লাখ নমুনা পরীক্ষার পরিকল্পনা

প্রকাশিত: ২৩:২৪, ৫ মে ২০২০

ভারতে দিনে এক লাখ নমুনা পরীক্ষার পরিকল্পনা

করোনা আক্রান্তদের দ্রুত চিহ্নিত করতে দৈনিক এক লাখ পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার থেকেই ভারতে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। তবে লকডাউনের সঙ্গে সঙ্গে যে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানোও জরুরী, বারবারই সে কথা বলছেন বিশেষজ্ঞরা। নিউজ এইটিন। এদিকে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই পরীক্ষা চালানো হবে বলে জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে, এ মাসের শেষেই সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে। একটি সর্বভারতীয় ইংরেজী সংবাদপত্রের খবরকে উদ্ধৃত করে নিউজ এইটিন জানায়, মে মাস শেষ হওয়ার আগেই প্রতিদিন এক লক্ষ র‌্যাপিড এ্যান্টিবডি টেস্ট এবং পিটি-পিসিআর পরীক্ষা করার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর মধ্যে দ্বিতীয় পরীক্ষাটির ফলাফল করোনা আক্রান্তকে চিহ্নিত করার ক্ষেত্রে অনেক বেশি নির্ভরযোগ্য। র‌্যাপিড পরীক্ষার কিটের সরবরাহ বাড়তে শুরু করলেই রেড জোনগুলোতে পরীক্ষা আরও বাড়াতে শুরু করবে সরকার। পাশাপাশি যে এলাকাগুলোতে সংক্রমণের হার কম, সেখানেও বেশি করে পরীক্ষা করে কোনও আক্রান্ত আছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হবে।
×