ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০

প্রকাশিত: ২১:১৫, ২৯ এপ্রিল ২০২০

সিরিয়ায় বোমা বিস্ফোরণে শিশুসহ নিহত ৪০

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফ্রিনে বোমা বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। আফ্রিনের কেন্দ্রীয় বাজারে ইফতারের প্রস্তুতি নেয়ার সময় হামলা চালানো হয়। নিহতের অনেকেই বেসামরিক যাদের মধ্যে শিশুও আছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে দেয়া এক বিবৃতিতে বলেছে, আফ্রিনের কেন্দ্রস্থলে বিস্ফোরণটি ঘটেছে। বিবৃতির সঙ্গে তারা যে ভিডিও শেয়ার করেছে তাতে দেখা যায়, আকাশে কালো ধোঁয়া উঠছে আর পেছনে থেকে এ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেন ভেসে আসছে। মঙ্গলবারের এ হামলার জন্য তুরস্ক সিরিয়ার কুর্দী ওয়াইপিজি মিলিশিয়াদের দায়ী করেছে। খবর ওয়েবসাইটের। এদিকে হামলার নিন্দা জানিয়ে মঙ্গলবার রাতে দেয়া এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লড়াইয়ের ক্ষেত্রে যেকোন পক্ষ থেকে করা এ ধরনের কাপুরুষোচিত কাজ অগ্রহণযোগ্য। বিবৃতিতে বলা হয় আফ্রিনের কেন্দ্রীয় বাজারে ইফতারের প্রস্তুতি নেয়ার সময় হামলাটি চালানো হয়। এতে বহু লোকের মৃত্যু হয়। নিহতের অনেকেই বেসামরিক বলে প্রাথমিক প্রতিবেদনগুলোয় ইঙ্গিত দেয়া হয়েছে, তাদের মধ্যে শিশুরাও আছে। জানা যায়, তুরস্ক নিজ দেশের কুর্দী বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ থাকা ওয়াইপিজিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এই বাহিনীটিকে নিজেদের সীমান্ত থেকে দূরে রাখতে সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অভিযানে আছে তারা।
×