ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের জন্মদিন আজ

প্রকাশিত: ২৩:৩১, ২৮ এপ্রিল ২০২০

প্রথাবিরোধী লেখক হুমায়ুন আজাদের জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার ॥ ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো/ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো/ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা/ভালো থেকো পাখি, সবুজ পাতারা ...। এভাবেই বাংলার প্রকৃতি আর প্রাণের প্রতি ভালবাসা জানিয়েছিলেন হুমায়ুন আজাদ। সেই ভালবাসার আকাক্সক্ষায় ছিল সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ। তাই তো অসাম্প্রদায়িকতার বীজ ছড়ানো মৌলবাদের বিরুদ্ধে প্রতি চরম সোচ্চার ছিল কলম। ‘পাক সার জমিন সাদ বাদ’ নামের উপন্যাস লিখে রোষানলে পড়েছিলেন স্বাধীনতাবিরোধীদের। শিকার হতে হয়েছিল জঙ্গী হামলার। আজ মঙ্গলবার একুশে পুরস্কারজয়ী প্রথাবিরোধী এই বহুমাত্রিক লেখকের ৭৪তম জন্মদিন ও ৭৩তম জন্মবার্ষিকী। ১৯৪৭ সালের আজকের ২৮ এপ্রিল মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাড়িখাল গ্রামে জš§গ্রহণ করেন তিনি। জন্মদিনে ড. হুমায়ুন আজাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। জন্মদিনের আগের দিন সোমবার কথা হয় হুমায়ুন আজাদের মেয়ে তরুণ লেখক এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উপ-পরিচালক মৌলি আজাদের সঙ্গে। পিতার পিতা অনুরাগ প্রকাশ করে তিনি জনকণ্ঠকে বলেন, বাবার কথা সব সময়ই স্মরণ হয়। তার দেখানো আপোসহীন আদর্শিক পথরেখাই আমার জীবনের অবলম্বন। প্রতিবছর বাবার জন্মদিনে ঘরে মিলাদ মাহফিলের আয়োজন করেন মা। গ্রামের বাড়িতেও তার স্মরণে অনুষ্ঠান হয়েছে। আবৃত্তি সংগঠন স্বননের পক্ষ থেকেও আনুষ্ঠানিকতায় শ্রদ্ধাঞ্জলি জানানো হতো বাবাকে। এবার করোনা উদ্ভূত পরিস্থিতির কারণে সেসব কিছুই হবে না। তবে পিতার জন্মদিনে আবারও তার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অনেকগুলো বছর পার হয়ে গেছে। কিন্তু এখনও বিচার সম্পন্ন হয়নি। আশা করি, দ্রুত এই বিচারের রায় হবে। এছাড়া জন্মদিনে যদি বাবাকে নিয়ে কোন পত্র-পত্রিকাসহ গণমাধ্যমে সংবাদ বা নিবন্ধ প্রচার হলে আমাদের ভাল লাগবে। সৃজনশীলতার ভুবনে বহুমুখী পথে বিচরণ করেছেন হুমায়ুন আজাদ। লিখেছেন পাঠকসমাদৃত কবিতা থেকে উপন্যাস। একইসঙ্গে ছিলেন তিনি ভাষাবিজ্ঞানী, সমালোচক ও গবেষক, রাজনৈতিক ভাষ্যকার ও কিশোর সাহিত্যিক। কর্মজীবনে বেছে নেন শিক্ষকতা পেশাকে। সবশেষ তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে। ১৯৯২ সালে প্রকাশিত হয় এই লেখকের আলোচিত ও সমালোচিত প্রবন্ধের বই ‘নারী’। মূলত গবেষক ও প্রাবন্ধিক হলেও হুমায়ুন আজাদ ১৯৯০-এর দশকে একজন প্রতিভাবান ঔপন্যাসিক হিসাবে আত্মপ্রকাশ করেন।
×