ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল নিয়েও অনিশ্চয়তা

প্রকাশিত: ০৯:২৭, ২১ এপ্রিল ২০২০

বিপিএল নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস রিপোর্টার ॥ গত মাসের মাঝামাঝিই মাঠে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ (ডিপিএল)। কিন্তু করোনাভাইরাসের আক্রমণ বাংলাদেশেও লাগার পর তা এক রাউন্ড পরই স্থগিত হয়ে যায়। এখন বছরের শেষ ভাগে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ আসর আয়োজন নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিপিএল গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল এই অনিশ্চয়তার কথা জানিয়েছেন। অনেক ক্রিকেটারের জন্য বাড়তি আয় এবং সচ্ছলতা আনার উপায় বিপিএল। কারণ, ফ্র্যাঞ্চাইজি এই আসর থেকে অনেক বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন ক্রিকেটাররা। এখন সেটাও হবে কিনা যথেষ্ট শঙ্কা রয়েছে। কারণ, গত আসর বিসিবি আয়োজন করলেও আবারও ফিরে আসার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিসমূহ। সেক্ষেত্রে যেসব প্রক্রিয়া রয়েছে তা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এখন পর্যন্ত তার কিছুই শুরু করা যায়নি। যদিও নবেম্বর-ডিসেম্বর মাসে বিপিএল হয়ে থাকে, কিন্তু এবার সময়টা প্রয়োজন ফ্র্যাঞ্চাইজি পাওয়া, প্লেয়ার্স ড্রাফট আয়োজন ইত্যাদি। তাই বিপিএল হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে খোদ বিপিএল গবর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল বললেন, ‘বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা তাতে করে নবেম্বরে বিপিএল হওয়ার সম্ভাবনা আছে কিনা! যদি অবস্থা ভাল হয়। বিশ্বের অবস্থা খুব খারাপ। সব কিছুই বন্ধ। কারণ সার্বিক ব্যবস্থার ওপর নির্ভর করবে আগামী নবেম্বরে বিপিএল আয়োজনের, তখন ব্যাপারে চিন্তা-ভাবনা করা যাবে।’ শেষ পর্যন্ত যদি বিপিএলও না হয়, সেক্ষেত্রে বড় অঙ্কের আর্থিক ক্ষতিতে পড়তে হবে বিসিবিকে। আর এবার ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি ফিরে আসার কথা রয়েছে, তাতে বোর্ড এবং ক্রিকেটার- উভয়ে অনেক লাভবান হতো। তবে সময়সাপেক্ষ প্রক্রিয়াগুলো শেষ করে বিসিবির পূর্ব ঘোষণা অনুসারে এ বছর বিপিএলের অষ্টম আসর নবেম্বরে মাঠে গড়ানো অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। এ বিষয়ে শেখ সোহেল আরও বলেন, ‘বিপিএল থেকে বিসিবি আর্থিক সুবিধা পায়। আর যদি বিপিএল না হয় সেক্ষেত্রে আর্থিক ক্ষতি হবে।’
×